Saturday, November 8, 2025

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

Date:

Share post:

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের এই বক্তব্যের প্রতিবাদে সুকিয়া স্ট্রিটে প্রতিবাদ সভা করে বিজেপি সাংসদের ক্ষমা চাওয়ার দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূলের প্রতিবাদ সভায় ছিলেন তৃণমূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলার অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty), মোনালিসা, তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল-সহ অন্যান্যরা।

বিজেপিকে নিশানা করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “কর্নাটকের (Karnataka) বিজেপির এক সাংসদ রবি ঠাকুরকে অপমান করেছেন। বলেছেন ব্রিটিশদের খুশি করতে রবিন্দ্রনাথ ঠাকুর জন গণ  মন লিখেছিলেন। বিজেপির ক্রমশ সাহস বাড়ছে। এখনও বাংলার পর্যন্ত ১ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা বকেয়া। এরপর বিজেপি বাংলা ভাষাকে আক্রমণ করে। আমরা আজ রামমোহন হলের সামনে দাঁড়িয়ে মিটিং করছি। ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই সময় কলকাতার বুকে প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল এই ঐতিহাসিক রামমোহন হলে। ১৯১১ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম জন গন মন গাওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু (Subhash Bose) প্রস্তাব দিয়েছিলেন জন গন মন-কে জাতীয় সঙ্গীত করার। এই বিজেপি ইতিহাস, ঐতিহ্য জানে না। বাংলাকে অপমান করে। বাঙালিকে সম্মান করতে পারে না বলছে বন্দে মাতরাম পালন করব। আমাদের রক্তে, শিরা, ধমনীতে বন্দে মাতরাম। বিজেপি মেকি দেশপ্রেমী, মেকি হিন্দু। ওরা আসলে দেশবিরোধী। লিখে রেখে দিন ২৫০ আসন নিয়ে চতুর্থবার বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই বাংলা লড়াই, অধিকারের লড়াই, অস্তিত্বের লড়াই। যে বিজেপির পূর্বসূরিরা ব্রিটিশকে দাসখত দিয়ে  মুচলেকা দিয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে পালিয়ে যেত, সেই বিজেপির লোকেরা বলেছে জন গন মন ব্রিটিশদের খুশি করতে লেখা হয়েছিল। এর জন্য কর্নাটকের বিজেপি সাংসদেকে কড়া শাস্তি দিতে হবে, ক্ষমা চাইতে হবে।”

এদিন তৃণমূলের ভ্রাম্যমাণ SIR সহায়তা ক্যাম্পে  চালু হয়। ছিলেন কুণাল-সহ অন্যান্য তৃণমূল নেতারা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, “আমরা আজ থেকে দুয়ারে ক্যাম্প শুরু করছি। আতঙ্কিত হবেন না। যা করার আমাদের প্রতিনিধিরা করবেন।”
আরও খবরSIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ফের তোপ দেগে কুণাল বলেন, “বাংলা নাকি কোনও ভাষা নয়, বাংলা মানে বাংলাদেশি ভাষা। এসআইআরের নামে এনআরসি-র ছায়া। আমরা বলছি একজন বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। একজন অবৈধ ভোটারকে রাখতেও দেব না। মহারাষ্ট্র, দিল্লিতে ভোতার লিস্টে কারচুপি করেছে তো বিজেপি। অন্য রাজ্যের ভোটার বাংলায় ঢুকিয়েছে, কে ধরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? অমিত শাহের, বিএসএফের। বলছে রোহিঙ্গা আসছে। কিন্তু মায়ানমারের সঙ্গে তো বাংলার সীমান্তই নেই। যেসব রাজ্যের সঙ্গে মায়ানমারের বর্ডার সেখানে এসআইআর হবে না হচ্ছে বাংলায়। কারণ সামনে ভোট। ২০০২ সালে যখন এসআইআর হয়েছিল তখন দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। ২০০১ সালের ভোটের পরে করেছিল। এখন বিধানসভা ভোটের আড়াই মাস সময়,এর মধ্যে সম্ভব? মানুষ আতঙ্কে রয়েছে। এর জন্য কত মানুষ আত্মহত্যা করলেন। সময় নিয়ে এসআইআর করতে পারতেন এত তাড়াহুড়োর কী ছিল।”

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...