Saturday, November 29, 2025

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

Date:

Share post:

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ও বিএলও-দের (BLO) কাছে থাকা নির্দেশ নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে। বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যের একাধিক জেলায় সমস্যা দেখা দিচ্ছে ডেটা এন্ট্রির কাজে। এ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছে রাজ্যের শাসকদলের। শুক্রবার তৃণমূল ভবন থেকে জানালেন মন্ত্রী শশী পাঁজা। একইসঙ্গে বাংলায় একের পর এক SIR আতঙ্কে মৃত্যু নিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেতৃত্ব।

বাংলায় এসআইআর ঘোষণা করে জ্ঞানেশ কুমার বলেছিলেন, ভোটার তালিকার তথ্য সংগ্রহের সময় নাগরিক চাইলে নিজের নামের পাশাপাশি আত্মীয়ের তথ্যও দিতে পারবেন। জানান, কাকা-জ্যাঠার মতো ঘনিষ্ঠ আত্মীয়ের নামও ফর্মে উল্লেখ করা যাবে। অর্থাৎ, শুধু বাবা-মা বা দাদু-দিদিমা নয়, অন্য রক্তের সম্পর্কও স্বীকৃত বলে কমিশনের ব্যাখ্যা ছিল। কিন্তু বিএলও ব্যবহৃত কমিশনের অফিসিয়াল সফটওয়্যার BLO App-এ ‘Relative’ অংশে দেখা যাচ্ছে – বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি ও ট্রান্সজেন্ডার। সেখানে কাকা, পিসি, ভাইবোন বা অন্য আত্মীয়ের জন্য কোনও বিকল্প নেই। ফলে কমিশনের মৌখিক ব্যাখ্যা ও সফটওয়্যারের কাঠামোর মধ্যে বড় ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে। যার ফলে বহু প্রকৃত নাগরিকের তথ্য BLO-রা আপলোড করতে পারছেন না।

বিএলও সংগঠনগুলি তৃণমূলে অভিযোগ জানিয়ে বলেছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। অ্যাপ এবং মৌখিক ব্যাখ্যার মধ্যে অমিল থাকায় জটিলতা বাড়ছে।

ক্ষুব্ধ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানান, “একের পর এক মৃত্যু এসআইআর-এ। হুড়োহুড়ি করে এসআইআর। অনেকগুলো নাম বাদ দিতে হবে। মানুষ বিভ্রান্তির সঙ্গে যুদ্ধ করতে থাকুক। সময়সীমা পেরিয়ে যাবে ৪ ডিসেম্বর। খসড়া তালিকা বেরোবে ৯ ডিসেম্বর। তারপর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে বলেন, আপনি যে এত মৌখিক নির্দেশ দিচ্ছে সেগুলি লিখিতভাবে প্রতিফলিত হচ্ছে না। যে বিএলও-রা কাজ করছেন তাঁরা সফটওয়ারের মধ্যে এই অপশন পাচ্ছেন? আমরা প্রতিনিয়ত বলছি ভোটের কাজে এতটা অসঙ্গতি হতে পারে? ভোটার তালিকা সমগ্র ভারতে এক রকম হয় আর বাংলায় আরেকরকম হয়। কেন বাংলা টার্গেট? এসআইআরেও বাংলাকে টার্গেট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যাঁদের এই দেশে জন্ম তারাই এই দেশের নাগরিক হতে পারবেন। এই কথা কি নির্বাচন কমিশন বলেছে? এই কথা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তাহলে বিজেপির মধ্যেই এমন অনেক নেতা আছেন যাঁদের জন্ম ভারতেই হয়নি। যেমন লাল কৃষ্ণ আদবানি। কেন অসম, ত্রিপুরাতে এসআইআর হবে না?”
আরও খবরSIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

এর পরে SIR আতঙ্কে মৃত্যু নিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান শশী। প্রশ্ন তোলেন, “এসআইআরের কারণে বাংলা ১৪টা মৃত্যু। এর দায় কে নেবে?”

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...