অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয় নজর রাখছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু FSDL সহ কোনও কোম্পানি বিড জমা না পড়ায় এই সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

আগামী ১০ তারিখ থেকে প্র্যাকটিস ডেকেছিল। আইএসএল নিয়ে সংকটে অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস স্থগিত।আইএসএল আয়োজনের জন্য প্রথমে ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন রেখেছিল ফেডারেশনের টেন্ডার কমিটি। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু দু’দিন বাড়ানোর পরও এফএসডিএল-সহ কোন সংস্থা আইএসএলের জন্য বিড করেনি। ফলে আদৌও চলতি মরশুমে টুর্নামেন্ট হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

মোহনবাগান সুপার কাপ , এসিএল থেকে ছিটকে গিয়েছে। সামনে কোনও টুর্নামেন্ট নেই। ফলে আপাতত অনুশীলন হবে না। এমনকি এফএসডিএল আইএসএল আয়োজন না করলে আদৌও কতগুলি ফ্র্যাঞ্চাইজি দল রাখে তা নিয়েও প্রশ্ন উঠছে।

জাতীয় দলের ফুটবলার ছাড়া নিয়েও বিবৃতি দিয়েছে মোহনবাগান, স্পষ্ট করে জানানো হয়েছে ফিফা উউন্ডো ছাড়া অন্য কোনও টুর্নামেন্টে খেলতে গিয়ে চোট লাগলে তার জন্য টাকা ফেডারেশন দেয় না। কিন্তু আসন্ন ফিফা উইন্ডোতে কোনও মোহনবাগান ফুটবলারকে ডাকা হয়নি জাতীয় শিবিরে।

এ দিকে কোনও ভাবে যদি আইএসএল শুরু হলেও মোহনবাগান কোচের পদে নাও থাকতে পারে মোলিনা। কারণ সুপার কাপের ডার্বিতে ড্র করার পর মোলিনার বক্তব্যে চটেছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাঁর টিম পরিচালনা নিয়েও উঠেছে প্রশ্ন। সার্জিও লোবেরা বিকল্প কোচ হিসাবে তালিকায় আছেন কর্তাদের।

–

–

–

–



