Friday, December 19, 2025

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

Date:

Share post:

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের আশায় চাকরিহারা ও চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবারই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় SSC-র ওয়েবসাইটে একাদশ- দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে। ক্লাস নাইন ও টেন বাদ দিয়ে কেন একাদশ-দ্বাদশের শিক্ষকদের ফল প্রকাশ তা নিয়ে প্রশ্ন ওঠার আগেই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে চাকরিপ্রার্থীর সংখ্যা কম তাই আগে এই পর্যায়টি মিটিয়ে নিয়ে তারপর নবম- দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে।

সূত্রের খবর আট জন চাকরিপ্রার্থীর নথি বর্তমানে যাচাই করছে এসএসসি। এনারা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত বলে দাবি করেছেন। তাই অভিজ্ঞতার দশ নম্বর এই চাকরিপ্রার্থীদের রেজাল্টের যোগ হবে কিনা তা নিশ্চিত হতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এদিন রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এরপর নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ মোট ৩৫ হাজার ৭২৬। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। এই পর্যায়ে আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী, যার মধ্যে ৩,১২০ জন বিশেষভাবে সক্ষম। এসএসসি সূত্রে খবর, ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ মোট ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এছাড়াও জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় সেই কারণে কেন্দ্রীয়ভাবে নথি যাচাই করা হলেও প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। এবারে কমিশনের প্রশ্নপত্রে খুশি ছিলেন পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশের মাধ্যমে শুক্রের সন্ধ্যায় চাকরিহারাদের ভাগ্য নির্ধারণের দিকে নজর থাকবে সব মহলের।

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...