বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের মধ্যে প্রকাশ্যে বা পিছনে অসৌজন্য দেখতে অভ্যস্থ নয় বাংলার মানুষ। তবে বিজেপির (BJP) উত্থানের পর রাজনৈতিক সৌজন্যের (political courtesy) ছবিটাই যেন বদলে গিয়েছে। তার আরও এক উদাহরণ পাওয়া গেল ৭ নভেম্বর, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনে।

বাংলায় ভোট প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম নিয়ে কটুক্তি করেছিলেন, যা বারবার বাঙালির মনে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে চরম বিপদে ফেলেছিল বিজেপিকে। বাঙালি, বিশেষত মহিলাদের সম্মান কার্যত হারিয়েছিলেন বিজেপির নেতারা। এবার প্রায় তেমনই এক অসৌজন্য প্রকাশ। এবার লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

বাংলার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থক, অনুরাগীদের শুভেচ্ছায় নিজের কর্তব্যের কথা স্মরণ করেছেন শুক্রবার অভিষেক। অথচ সেই দিনই রাজ্য বিজেপির (Bengal BJP) পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানাতে কুরুচিকর ‘ভাইপো’ শব্দ ব্যবহার করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্ট দেখে ক্ষোভ প্রকাশ করতে ছাড়েনি নেটিজেনরা। সেখানেই তুলে ধরা হয়েছে অভিষেকের রাজনৈতিক সৌজন্যের ছবিটা। এবছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। সেই পোস্টের সৌজন্যের ভাষা তুলে ধরে বাংলা বিরোধী বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক সৌজন্যের ফারাক তুলে ধরা হয়।

–

–

–

–

–

–

