বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও (বুথ লেভেল অফিসার) বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় চায়ের দোকান, ক্লাব কিংবা পাড়ার আড্ডার জায়গা থেকে ফর্ম বিতরণ করছেন। সেই অভিযোগের পরেই কড়া অবস্থান নিয়েছে কমিশন।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রত্যেক বিএলওকে ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করতে হবে—এই নির্দেশ পুনরায় স্পষ্ট করেছে কমিশন। রাজ্যের প্রতিটি জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে, ‘বিহার মডেল’ অনুসরণ করে কাজ চালাতে হবে, যাতে একটিও ভোটার বাদ না পড়েন।

প্রতিটি জেলায় তদারকির জন্য গঠিত হবে বিশেষ কন্ট্রোল রুম। প্রতি ১০টি বুথের জন্য একজন করে বি এল ও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মাঠপর্যায়ে নজরদারি আরও শক্ত হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও বিএলও যদি দায়িত্বে গাফিলতি করেন, তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম বিলি করার অভিযোগে আটজন বিএলওকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানাতে আজ থেকেই চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ০৩৩-২২৩১০৮৫০। কমিশনের এক আধিকারিক বলেন, “প্রত্যেক ভোটার যাতে সহজে নিজের নাম সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্ত করতে পারেন, সেটাই মূল লক্ষ্য। তাই বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম বিলি ও সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।”

আরও পড়ুন- কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...