বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও (বুথ লেভেল অফিসার) বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় চায়ের দোকান, ক্লাব কিংবা পাড়ার আড্ডার জায়গা থেকে ফর্ম বিতরণ করছেন। সেই অভিযোগের পরেই কড়া অবস্থান নিয়েছে কমিশন।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রত্যেক বিএলওকে ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করতে হবে—এই নির্দেশ পুনরায় স্পষ্ট করেছে কমিশন। রাজ্যের প্রতিটি জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে, ‘বিহার মডেল’ অনুসরণ করে কাজ চালাতে হবে, যাতে একটিও ভোটার বাদ না পড়েন।

প্রতিটি জেলায় তদারকির জন্য গঠিত হবে বিশেষ কন্ট্রোল রুম। প্রতি ১০টি বুথের জন্য একজন করে বি এল ও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মাঠপর্যায়ে নজরদারি আরও শক্ত হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও বিএলও যদি দায়িত্বে গাফিলতি করেন, তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম বিলি করার অভিযোগে আটজন বিএলওকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানাতে আজ থেকেই চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ০৩৩-২২৩১০৮৫০। কমিশনের এক আধিকারিক বলেন, “প্রত্যেক ভোটার যাতে সহজে নিজের নাম সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্ত করতে পারেন, সেটাই মূল লক্ষ্য। তাই বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম বিলি ও সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।”

আরও পড়ুন- কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...