শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর ধনধান্য অডিটোরিয়ামে ‘সপ্তপদী’ দেখে সিনে উৎসব দেখার যাত্রা শুরু করেছেন মহানগরীর দর্শকরা। ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র নিয়ে KIFF চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।


শনিবার দুপুরে শিশির মঞ্চে পোলিশ সিনেমার অতীত ও বর্তমান (Polish Cinema.. Then & Now) নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এ বারের থিম কান্ট্রি যেহেতু পোল্যান্ড, তাই এই আলোচনা চক্রের দিকে তাকিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। পাশাপাশি এদিন সন্ধ্যায় একতারা মুক্তমঞ্চে বসতে চলেছে গানে গানে সিনে আড্ডার আসর, যেখানে সিনেমায় রোম্যান্টিক গানের আলোচনায় উপস্থিত থাকবেন গায়ক সুরকার কবীর সুমন (Kabir Suman), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। তবে এদিনের সব থেকে বড় আকর্ষণ হতে চলেছে নন্দন- ১ প্রেক্ষাগৃহে সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Dinratri) সিনেমার বিশেষ প্রদর্শন। উপস্থিত থাকবেন টলিপাড়ার তারকারাও।


চলতি বছর শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটককে (Ritwik Ghatak)। প্রতিদিনই তাঁর পরিচালিত সিনেমা দেখানো হচ্ছে। আজ সকাল ১১ টা থেকে রাধা স্টুডিওতে (Radha Studio) প্রদর্শিত হবে ‘অযান্ত্রিক’ (Ajantrik)। এছাড়া বাংলা তথা বিশ্ব সিনেমার খ্যাতনামা ব্যক্তিত্ব প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত, স্যামুয়াল অল্টম্যান, স্যাম পেকিনপাহ, রিচার্ড বার্টন, উয়েজেয়াহ হাসের মতো শিল্পীদের জীবন ও কাজ নিয়ে বিশেষ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়।


–

–

–

–

–

–


