Friday, January 30, 2026

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

Date:

Share post:

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) উপস্থিতিতে সম্মানিত করা হয় শিলিগুড়ির কন্যাকে। উপস্থিত ছিলেন সিএবি (cricket association of Bengal president) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীসহ (Jhulan Goswami) অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে ঝুলন- সৌরভদের রিচার সাফল্যের কাহিনীর পাশাপাশি মহিলা ক্রিকেটের উত্থানের কথাও বারবার উঠে আসে।

প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন, ২০১৩ সালে যখন ক্রিকেট ট্যালেন্ট হান্ট আয়োজন করা হয় তখন রিচার সঙ্গে প্রথম পরিচয়। খেলার প্রতি ওর যে দক্ষতা তাতেই ওর ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা গেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রিচা সব ধরনের প্রতিযোগিতায় জয়ী, তা সে ন্যাশনাল লেভেল কম্পিটিশন হোক বা অনূর্ধ্ব ১৯ কাপ জয়।দীর্ঘ প্রায় ৪৭-৪৮ বছর ধরে যে স্বপ্নের পিছনে দৌড়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা রিচারা (Richa Ghosh) আজ তা সফল করেছে। মহিলা ক্রিকেটকে উৎসাহ দেওয়ার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও ধন্যবাদ জানান ঝুলন।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)বলেন, মিতালী-ঝুলনদের কাঁধে চেপে ভারতের বিশ্বকাপ জয় তথা মহিলা ক্রিকেটের সাফল্যের যে যাত্রা শুরু হয়েছিল আজ রিচা,স্মৃতি, জেমিমা, হরমনপ্রীতরা সেটাকে চূড়ান্ত সাফল্যে পরিণত করেছেন। যেভাবে ২০২৫ এর বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের পূর্বসূরীদের সম্মান দেখিয়েছে তা প্রশংসার যোগ্য। মহারাজ বলেন, বিশ্বকাপের একটা সেমিফাইনাল জেমিমার ১২৭ তুলে ধরতে পারে, স্মৃতি বা হরমনদের হাফ সেঞ্চুরি ম্যাচ জেতার জন্য বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু যেভাবে ধারাবাহিকতার সঙ্গে রিচা প্রায় দুশোর কাছাকাছি বা কখনও তার বেশি স্ট্রাইক রেট বজায় রেখে একটানা ব্যাটিং করে চলেছেন সেটাকে কুর্নিশ জানানো অবশ্যই প্রয়োজন। ৫০ ওভারের খেলায় এটাই বড় ফ্যাক্টর হয়ে ওঠে। সবশেষে তিনি বলেন, ‘রিচা হয়তো সানার থেকেও বয়সে ছোট। আশা রাখি ও অনেক দূর যাবে। আমাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।’ এদিন ভারতীয় মহিলা ক্রিকেটের সার্বিক উন্নতির কথা বলেন সৌরভ, পাশাপাশি ইডেন গার্ডেন্সে মহিলা ক্রিকেট ম্যাচ আয়োজন করা নিয়ে মুখ্যমন্ত্রীর উৎসাহের কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন- সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...