রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট আটটি ছক্কা মেরেছেন, এর মধ্যে এক ওভারেই আছে ছয় ছক্কা। আকাশ সেইসঙ্গে ১১ বলে অর্ধ শতরান করেছেন ।সেই সঙ্গে ১৩ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দেন। আশিষ এই অর্জন করেন সুরাটে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে।
আকাশ কুমার চৌধুরী ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তিনি মাত্র ১১ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন।এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল ওয়েন হোয়াইটের। ২০১২ সালে এসেক্সের বিপক্ষে লিচেস্টারশায়ারের হয়ে খেলার সময় হোয়াইট ১২ বলে পঞ্চাশ রান করেন। আকাশ ১৪ বলে অপরাজিত ৫০ রান করেন, যার মধ্যে আটটি বিশাল ছক্কাও ছিল। এক ওভারে টানা ছয়টি ছক্কাও মারেন তিনি।

আকাশ এক বল কম খেলে সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়েন। রঞ্জি ট্রফিতে এর আগে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল জম্মু-কাশ্মীরের বন্দীপ সিংয়ের, যিনি ২০১৫-১৬ সালে ত্রিপুরার বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন।

–

–

–

–

–



