আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী (Chief Minister) লেখেন, ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম (Nandigram)। নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের (martyr) প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অভিষেক লেখেন, ভুলছি না, ভুলব না। শরীর কি ওটা? শহিদ বেদীর সামনে নতমস্তকে নিজের ছবি পোস্ট করে তিনি বিশ্বের সকল শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন।

“ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম”
নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
— Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2025
আরও পড়ুন: আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের খুব কাছের। ২০০৭ সালে নন্দীগ্রামের বুকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি তিনি। নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষার আন্দোলন চলছিল। ২০০৭ সালের ১৪ মার্চ সেই আন্দোলন রুখতে পুলিশি অভিযান চালায় তৎকালীন বামফ্রন্ট (Left Front) সরকার। সেদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। তারপর থেকেই শহিদদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল। রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। নন্দীগ্রামে শহিদ বেদিতে (martyr tomb) পুষ্পার্ঘ্য নিবেদন থেকে শুরু করে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়।

On this fateful day in 2007, the brave people of Nandigram rose up against the barbaric attempt by the then Left Front government to snatch away their land, dignity and right to live with honour.
The face of the oppressor has only changed, the oppression remains the same. The…
— Abhishek Banerjee (@abhishekaitc) November 10, 2025
–

–

–

–

–



