Wednesday, December 24, 2025

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

Date:

Share post:

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করতে মুখিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন তেম্বা বাভুমারা।

গত জুনেই লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) খেতাব জিতেছে তেম্বা বাভুমারা। দলে মার্করাম, রিকেলটনের মতো ব্যাটার রয়েছে। রাবাডা, জেনসনের মতো পেসার রয়েছে। কেশব মহারাজ, সেনুরন মুথুস্বামীর মতো স্পিনার আছে।

ইডেনের উইকেট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। উইকেটে চমক কিছু নেই, ট্রিপিক্যাল উইকেট বলেই বুধবার সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার কোচ সুকরি কনরাড। সকালের দিকে পেসাররা সাহায্য পেলেও স্পিনাররা বড় ফ্যাক্টর হবে বলেই মনে করছেন তিনি। সেই কারণে প্রথম একাদশে তিন স্পেশালিস্ট স্পিনার রাখার ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া কোচ। বল কত তাড়াতাড়ি ঘুরতে শুরু করবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

অপর দিকে প্রায় ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলবে বাভুমা, মার্করামরা। ইডেনেও প্রায় ৬ বছর পর বসছে টেস্ট ম্যাচের আসর। জিততে মরিয়া দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার এর মতো বুধবারও ইডেনে জোরকদমে অনুশীলন সারলেন বাভুমা, মার্করাম, রাবাডা, মার্কো জেনসনরা।

স্পিনাররাই বড় ফ্যাক্টর বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ সুকরি কনরাড। ভারতের বিরুদ্ধে জিতে ইডেনে ইতিহাস রচনার জন্য দল যে প্রস্তুত, তা জানাতেও ভুললেন না প্রোটিয়া কোচ।

তিনি বলেন,, “বিশ্বের যে কোনও দেশের তুলনায় ভারতের মাটিতে খেলা কঠিন। এর আগে পাকিস্তানকে হারিয়েছি। দুই দেশের খেলার মানের তুলনা করছি না। কিন্তু এই সিরিজ় আমাদের কাছে সবচেয়ে কঠিন।

সেইসঙ্গে গিল, জয়সওয়াল, সিরাজ, রাহুল সমৃদ্ধ তরুণ ভারতীয় দলের প্রশংসাও আলাদা করে করে গেলেন তিনি। এই ভারতীয় দল যে যথেষ্ট শক্তিশালী বলেও জানালেন তিনি। সেই সঙ্গে অস্ট্রেলিয়া কে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় তাদের কাছে বড় সাফল্য এবং অনুপ্রেরণা বলেও জানিয়ে গেলেন প্রোটিয়া কোচ।

তিনি বলেন, “হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা জিতেছি। তবে এই সিরিজ ও বিশেষ করে এই টেস্ট সেই ফাইনালের থেকে কোনও অংশে কম নয়।”

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...