Sunday, November 16, 2025

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

Date:

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি ফিরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) সদর্পে জানান, অর্পিতা তাঁর বান্ধবী। পাল্টা প্রশ্ন করেন, কেন আমার বান্ধবী থাকতে পারে না? তবে, পরিবারের সদস্য হিসেবে জানালেন, ভাই ও ২ কুকুরের কথা। কোথাও মেয়ে-জামাই-এর উল্লেখ নেই।

বুধবার, একের পর এক নিউজ চ্যানেলকে (News Channel) দেওয়া সাক্ষাৎকারে পার্থ বিভিন্ন বিশয় নিয়ে কথা বলেন। আর সেখানেই অর্পিতাকে নিয়ে অকপট প্রাক্ত শিক্ষামন্ত্রী। গ্রেফতার হওয়ার সময় পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে অনেক কথা ওঠে। ব়্যাডারে আসে তাঁদের শআন্তিনিকেতনের অপা বাংলোটিও। এদিন সাংবাদিকরা তাঁকে বলেন, কোটি টাকা আপানার থেকে উদ্ধার হয়েছে। পার্থ বলেন, টাকা আমার বাড়ি থেকে তো পায়নি। পেয়েছে আমার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে। সেই উত্তর দেবে।

তাহলে, পার্থ স্বীকার করছেন অর্পিতা (Arpita Mukharjee) তাঁর বান্ধবী? উত্তরে তিনি বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাঁদের ক’টা বদল হল আর ক’টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।“ এর পরেই পার্থর মন্তব্য, “আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন! আমার যদি মেন্টর থাকেন কেউ, সংসদীয়তে তাহলে হাসিম আব্দুল হালিম। আর কাকে দেখে, কাকে আক্রমণ করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর আমার নেতার নাম মমতা। এই নিয়ে এতদিন রাজনীতি করেছি।“

এর পরে আবার পার্থ বলেন, সদর্পে বলছি অর্পিতা আমার বান্ধবী। তাতে হবে কী? আপনি আমার করবেন কী? যার বউ আছে, তার যদি দু’টো থাকতে পারে, আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না! বাহ্, এ কী? আমি সদর্পে বলছি। তার সঙ্গে জেল থেকে  ফিরে যোগাযোগ হয়েছে? উত্তরে পার্থ বলেন, “না। দেখুন আমাকে হাঁটুর বয়সি, অমুক বয়সি বলে যারা বিদ্রুপ করেছিল, তাদের প্রতি সহানুভূতি হয়। কারণ তাদের সবটাই আমি জানি। তাই বলে তাদের অপমান করতে চাই না। ব্যক্তিগত ভাবে আমি কাউকে আক্রমণ করিনি কখনও, কেউ বলতে পারবে না। আমি সব সময় তিরবিদ্ধ হয়েছি।“
আরও খবরসততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “সাড়ে তিনবছর সংসারে থাকতে পারিনি। আমার সংসার বলতে ভাই আর কুকুরগুলো।“ কিন্তু সেই বন্ধনীতে নেই নিজের কন্যা-জামাতা। সূত্রের খবর, বহু বছর বাড়িতে আসেন না পার্থর কন্যা। পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে তিনি রাজসাক্ষী হওয়ার আর্জি জানান বলেও খবর। এদিন পার্থর মুখেও নেই সেই কন্যার কথা। তবে, হৃদয়ে রয়েছেন বান্ধবী অর্পিতা।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version