Sunday, November 16, 2025

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। তেজস্বীর (Tejashwi Yadav) নয়া ইনিংস নাকি নীতীশের (Nitish Kumar) কামব্যাক, নাকি সব হিসেব উল্টে দিয়ে দিনের শেষে যুযুধান দুই পক্ষের বাজে নিজের কপালে জয়ের তিলক পড়তে পারবেন প্রশান্ত কিশোর তার উত্তর মিলবে শুক্রবারই। ম্যাজিক ফিগার ১২২, বিহারের কুরসি দখলের লড়াইয়ে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের পরিকল্পনায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) আদৌ কোনও ভূমিকা নেয় কিনা সেদিকে নজর রয়েছে।

শীর্ষ আদালত থেকে রাজনৈতিক মহল, মগধভূমে নির্বাচনের আগে এসআইআর ইস্যু নিয়ে সরগরম ছিল জাতীয় রাজনীতি। শাসক বিরোধী তোপ, পাল্টা তোপের মাঝেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে। এসআইআরের ছাপ ভোটের ফলে পড়বে কি? এটাই লাখ টাকার প্রশ্ন। বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৬৫.০৯ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় ৬৭.১৪ শতাংশে। সিংহভাগ সমীক্ষায় এনডিএ-র পাঁচটি দলের জয়ের দিকে ইঙ্গিত করা হলেও, বাস্তবে দেখা গেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনেক ক্ষেত্রেই মেলেনা। পাশাপাশি আবার মহিলা ভোটারদের ভোটদানের হার দেখে উৎসাহিত হচ্ছে বিরোধী জোট।পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ, সেখানে মহিলা ভোটারদের ভোটের হার ৭১.৭৮ শতাংশ। এই অংকের হিসেব মাথায় নিয়েই আশাবাদী বিরোধীরা। তবে যে দলে জিতুক না কেন বিজয় মিছিলে আগেই রাশ টেনেছে কমিশন। ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা করা হলেও নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে ১৬ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। নির্বাচন কেন্দ্রগুলির আশেপাশে লাগু থাকবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। করা যাবে না কোনও বিজয় মিছিল, স্পষ্ট জানায় পাটনা জেলা প্রশাসন। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের মিছিল ধর্না বা অন্যান্য কর্মসূচিও আয়োজন করা যাবে না।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version