Friday, December 5, 2025

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

Date:

Share post:

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ পাওয়া গেল নিউটাউনের হোটেল থেকে।

স্কুলে ব্যাগ থাকলেও ছাত্রী নেই। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বন্ধুরা শিক্ষকদের বিষয়টি জানাতেই শুরু হয় খোঁজ। দেখা যায় ওই ছাত্রী একা নয়, বেশ কয়েকজন ছাত্র–ছাত্রী স্কুলে আসার নাম করে বাড়ি থেকে বেরোলেও স্কুলেই ঢোকেনি তারা। তাদের মধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারাও আছে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অভিভাবকদের জানান। তাঁরা এসে চারপাশের এলাকা থেকে উদ্ধার করেন তিন ছাত্র ও দুই ছাত্রীকে। অভিভাবকরা ছাত্রীদের নিয়ে বাড়ি চলে যান। কিন্তু তিনজন ছাত্র বাবা মাকে কথা দিলেও আর বাড়ি ফেরেননি।

অন্যদিকে মঙ্গলবার রাত বেড়ে গেলেও ছেলেরা বাড়ি না ঢোকায় ফের শুরু হয় খোঁজাখুঁজি। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত ওই তিন ছাত্রের অভিভাবক পুলিশের দ্বারস্থ হন। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ বুধবার রাতে কলকাতার নিউ টাউনের একটি খাবারের হোটেল থেকে ওই তিন ছাত্রকে উদ্ধার করে। বৃহস্পতিবার তাদের হোমে পাঠানো হয়েছে।

ওই হোটেলে তিন জনেই কাজ শুরু করেছিল। জানা গিয়েছে, বাড়ি থেকে স্কুলের পোশাক পরেই বেরিয়েছিল কিন্তু ব্যাগে অন্য পোশাক ব্যবস্থা করা ছিল। স্কুল থেকে পালিয়ে ওই ছাত্ররা প্রথমে স্কুলেরই পাশে এক জঙ্গলে পোশাক পাল্টে বাসে কলকাতার উদ্দেশে রওনা দেয়। তবে নিউ টাউনের ওই হোটেলে তারা কী ভাবে পৌঁছল সেটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের তরফে দিঘা মোহনা কোস্টাল থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত শুরু করে। জানানো হয়েছে কারও ব্যাগেই বেশি টাকা ছিল না। ওসি প্রবীর সাহা এই বিষয়ে জানিয়েছেন ‘’তিন জনেই জানিয়েছে, তাদের পড়াশোনা করতে ভালো লাগে না। তাই তারা কাজের খোঁজে কলকাতা গিয়েছিল।’’

spot_img

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...