ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে খেলতে নেমেছে ভারত।বুমরাহের সঙ্গী হন সিরাজ। অক্ষর, সুন্দর, জাদেজা তিন অল-রাউন্ডারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপকে রাখা হয় প্রথম একাদশে।

ইডেনে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ১৫৯ রানে।৫ উইকেট নিলেন বুমরাহ(Jaspret Bumrah)। সিরাজ ও কুলদীপ দুটি করে উইকেট নিলেন। অক্ষরের সংগ্রহ ১ উইকেট।

ইডেনের উইকেটে সকালের দিকে পেসারদের জন্য সুবিধা থাকে।সেটা কাজে লাগিয়েই শুরুতেই দুই প্রোটিয়া ওপেনারকে ফেরালেন বুমরাহ।রয়ান রিকেলটনকে ২৩ এবং এইডেন মার্করামকে ৩১ রানে আউট হলেন।এরপরই শুরু কুলদীপের ভেল্কি।ইডেনে প্রথম সেশনেই কুলদীপের হাতে বল তুলে দেন গিল। উইকেটে খুব একটা টার্নার ছিল না। কিন্তু কুলদীপের কব্জিতেই কাত প্রোটিয়া মিডল অর্ডারের দুই তারকা। বাভুমা ৩ এবং মুন্ডার ২৪ রানে আউট হলেন কুলদীপের বলে।

ইডেনের প্রথম একাদশে তাঁকে খেলানো নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু তাঁর মতো স্পিনারকে উপেক্ষা করা সম্ভব ছিল না।তাই একজন ব্যাটার কমিয়ে কুলদীপকে খেলান গম্ভীর। প্রথম দিনের প্রথম সেশন থেকেই কুলদীপ কাজ শুরু করে দিলেন। আগামীদিনে ইডেনে বল টার্ন করলে ভয়ঙ্কর হতে পারেন কুলদীপ।

মধ্যান্হভোজের বিরতির পর আগুন জ্বালালেন সিরাজ।কাইল এবং মার্কো জানসেনকে দ্রুত ফেরালেন।বোচকে ফেরালেন অক্ষর। তবে প্রথম দিনে ভারতীয় বোলিংয়ের নায়ক বুমরাহ।১৪ওভার বল করে ২৭ রান খরচ করে নিলেন ৫ উইকেট।তার সামনে ধসে গেল প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ।

ভারতীয় দলের বোলিং দারুন উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে স্ত্রী ডোনাকে নিয়ে বসে খেলা দেখেন সিএবি সভাপতি।

–

–

–

–


