Wednesday, January 14, 2026

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

Date:

Share post:

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে খেলতে নেমেছে ভারত।বুমরাহের সঙ্গী হন সিরাজ। অক্ষর, সুন্দর, জাদেজা তিন অল-রাউন্ডারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপকে রাখা হয় প্রথম একাদশে।

ইডেনে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ১৫৯ রানে।৫ উইকেট নিলেন বুমরাহ(Jaspret Bumrah)। সিরাজ ও কুলদীপ দুটি করে উইকেট নিলেন। অক্ষরের সংগ্রহ ১ উইকেট।

ইডেনের উইকেটে সকালের দিকে পেসারদের জন্য সুবিধা থাকে।সেটা কাজে লাগিয়েই শুরুতেই দুই প্রোটিয়া ওপেনারকে ফেরালেন বুমরাহ।রয়ান রিকেলটনকে ২৩ এবং এইডেন মার্করামকে ৩১ রানে আউট হলেন।এরপরই শুরু কুলদীপের ভেল্কি।ইডেনে প্রথম সেশনেই কুলদীপের হাতে বল তুলে দেন গিল। উইকেটে খুব একটা টার্নার ছিল না। কিন্তু কুলদীপের কব্জিতেই কাত প্রোটিয়া মিডল অর্ডারের দুই তারকা। বাভুমা ৩ এবং মুন্ডার ২৪ রানে আউট হলেন কুলদীপের বলে।

ইডেনের প্রথম একাদশে তাঁকে খেলানো নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু তাঁর মতো স্পিনারকে উপেক্ষা করা সম্ভব ছিল না।তাই একজন ব্যাটার কমিয়ে কুলদীপকে খেলান গম্ভীর। প্রথম দিনের প্রথম সেশন থেকেই কুলদীপ কাজ শুরু করে দিলেন। আগামীদিনে ইডেনে বল টার্ন করলে ভয়ঙ্কর হতে পারেন কুলদীপ।

মধ্যান্হভোজের বিরতির পর আগুন জ্বালালেন সিরাজ।কাইল এবং মার্কো জানসেনকে দ্রুত ফেরালেন।বোচকে ফেরালেন অক্ষর। তবে প্রথম দিনে ভারতীয় বোলিংয়ের নায়ক বুমরাহ।১৪ওভার বল করে ২৭ রান খরচ করে নিলেন ৫ উইকেট।তার সামনে ধসে গেল প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ।

ভারতীয় দলের বোলিং দারুন উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে স্ত্রী ডোনাকে নিয়ে বসে খেলা দেখেন সিএবি সভাপতি।

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...