Sunday, December 7, 2025

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

Date:

Share post:

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং ভেঙে সোজা নদীতে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, ঘটনায় বছর পনেরোর এক কিশোর এবং এক বৃদ্ধ-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর মহারাষ্ট্রের (Maharashtra) বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটি দিল্লি থেকে গুজরাটের (Gujarat) দিকে যাচ্ছিল। মুম্বই-দিল্লি এক্সপ্রেসওয়েতে (Mumbai-Delhi Expressway) মাহি নদীর (Mahi river) ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। গাড়ির সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা। দেখতে পেয়ে দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। দেহ উদ্ধার করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার জানিয়েছেন যে, জেলা সদর দপ্তর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাওতি থানার সীমানার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি দ্রুত গতিতে চলছিল এবং খাদে পড়ে যাওয়ার আগে অ্যালুমিনিয়ামের সুরক্ষাবলয় সম্পূর্ণ ভেঙে ফেলেছিল। নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী ছেলে এবং একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ ছিলেন।

আরও পড়ুন: কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

রাওতি থানার এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন স্থানীয়রা একটি জোরালো শব্দ শুনে গিয়ে দেখেন, গাড়িটি নদীখাদে পড়ে রয়েছে। সিসিটিভি ফুটেজ (CCTV footage) দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মারাত্মক গতিবেগের ফলেই গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তবে গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটে তাই স্বাভাবিকভাবেই আরও একবার এই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

spot_img

Related articles

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti...

বিয়ে বাতিলে কঠোর সিদ্ধান্তই নিলেন, পলাশের সঙ্গে সম্পর্কে ইতি স্মৃতির

পলাশ মুচ্ছলের সঙ্গে   বিয়ে বাতিল করে দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল তাঁর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৭ ডিসেম্বর (রবিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে, রবিবার সকালে ম্যারাথনে দৌড়ের মাঝেই জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা...