Sunday, November 16, 2025

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

Date:

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা নির্বাচনের শেষ পর্বে ভোটদানের হার ছিল ৬৯.১২ শতাংশ। ৬ নভেম্বর ও ১১ নভেম্বর, দুটি দফায় ২৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বিহারের ভোটাররা চলতি বছর ইতিহাস তৈরি করেছেন। ১৯৫১ সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, তার মধ্যে এবার সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নারী ভোটারদের উৎসাহী অংশগ্রহণ ছিল এবার নজরকাড়া। পুরুষদের তুলনায় বেশি সংখ্যায় ভোট দিয়েছিলেন। এই নিয়েই এবার মুখ খুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Media) নারী ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banejee) দেখানো পথেই উদ্বুদ্ধ হয়ে বাড়ছে মহিলা ভোটার। তার কারণ মুখ্যমন্ত্রীর দেখানো পথেই বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য নিজেদের রাজনৈতিক কৌশল তৈরি করছে। এই নিয়ে তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “#BiharElection2025-এ নারী ভোটারের শক্তি প্রতিফলিত হল। আগামী বছর বাংলা দেখাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রীরা ভোটারদের কাছে এত জনপ্রিয়। “মহিলা ফ্যাক্টর” আগের চেয়ে এখন যে আরও বেশি গুরুত্বপূর্ণ বলা বাহুল্য।
খেলা হবে।“

কয়েকদিন আগেই নারীর ক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের স্বনামধন্য ওকায়ামা বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে সাম্মানিক ডি’লিট উপাধি। আন্তর্জাতিক পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান শুধুমাত্র ব্যক্তিগত স্বীকৃতি নয়, বাংলার ভাবমূর্তিরও উজ্জ্বল প্রতিফলনও বটেই।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version