Sunday, November 16, 2025

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

Date:

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের ফল প্রকাশের পরেই খুশির হাওয়া হুগলির উওরপাড়ায়। কারণ পাড়ার ছেলে এবার বিহারের বিধায়ক হচ্ছেন। ভবিষতে মন্ত্রীও হতে পারেন। উওরপাড়ার প্রাক্তন বাসিন্দা এবং প্রাক্তন IPS আনন্দ মিশ্রর (Anand Mishra) জয়ে তাই খুশি উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড।

বিহার বিধানসভা ভোটের ফলে এক টুকরো ছোঁয়া বাংলার। উওরপাড়ার বাসিন্দা পরমহংস মিশ্রর ছেলে আনন্দ মিশ্র এবার বিজেপির (BJP) টিকিটে জিতেছেন বক্সার থেকে। হিন্দমোটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক পাশ করেন। পরে হিন্দমোটর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন আনন্দ (Anand Mishra)। এরপরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিকাল সায়ন্সে স্নাতক হন। ২০১১ সালের আইপিএস আনন্দ কর্মরত ছিলেন অসমে।

শুধু লেখাপড়া নয়, আনন্দ মিশ্র ক্যারাটেতেও পারদর্শী ছিলেন। নয়ের দশকে উত্তরপাড়ার ক্যারাটে প্রশিক্ষক সেনসাই প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে ক্যারাটেতে যোগদান। প্রসেনজিৎ জানান, ছোট থেকেই আনন্দর মধ্যে বড় কিছু করার অদম্য ইচ্ছা ছিল। যা কাজ দেওয়া হত তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করত। তখনকার সেই আনন্দ একদিন যে বাস্তবের আইপিএস দাপুটে পুলিশ অফিসার হয়ে উঠবে তা কে জানত!

কিন্তু হঠাৎ আইপিএস-এর চাকরি ছেড়ে সরাসরি আনন্দের রাজনীতিতে যোগদান অনেকেই ভালো চোখে দেখেননি। প্রিয়জন থেকে শিক্ষক অনেকেই বারণ করেছিলেন। কিন্তু সেই অদম্য জেদ ও ইচ্ছা শক্তির জোরেই আনন্দ মিশ্র বিহারের বক্সার থেকে জয়ী হয়েছেন। আত্মীয়স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি। এই বিষয়ে বেশি কিছু বলতে না চাইলেও আনন্দ জানান, “বাকি জীবনটা মানুষের জন্য কাজ করতে চাই।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version