আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক শুভমান গিল( Shubhama Gill)ব্যাটিং করতে নামলেন না এমনকি ফিল্ডিং ও করতে নামলেন না। বোর্ডের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষনে রেখেছে।

ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পরে ব্যাট করতে নেমেছিলেন গিল। প্রথম দুটি বল খেলেন তৃতীয় বলের চারও মারেন কিন্তু চতুর্থ বলে হঠাৎই ঘাড়ের পিছনের দিকে ব্যথা অনুভব করতে শুরু করেন এরপরই মাঠ ছাড়তে বাধ্য হন শুভমান গিল ।

সূত্রের খবর দিনের শুরুতেই সমস্যা হয়েছিল তাঁর।।কিন্তু প্রাথমিক শুশ্রষা নিয়ে মাঠে ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক কিন্তু বেশিক্ষণ থাকতে পারলেন না ক্রিজে। দ্রুত তাকে উঠে যেতে হল।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ভারতীয় দল ।।
ইডেনের পিচে প্রথম দিন থেকেই বল টার্ন করছিল দ্বিতীয় দিনে সেই ধারায় বজায় থাকলো। ফলে প্রোটিয়া স্পিনারদের সামনে থিতু হতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। পরপর উইকেট হারাতে থাকলো ভারতীয় দল।

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাঞ্চের বিরতিতে ভারতের রান ছিল ১৩৮/৪, টিম ইন্ডিয়া পিছিয়ে ছিল ২১ রানে। রাহুল ৩৯, ওয়াশিংটন ২৯, পন্থ ২৭ রানে আউট হলেন। এরপর জাদেজা জুরেলও ভারতীয় দলকে ভরসা দিতে পারলেন না । জুড়লে ১৪ এবং জাদেজা ২৭ রান করে আউট হলেন ।এর সিরাজ ও কুলদীপ ১ রান করে আউট হলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ ১৮৯ রানে। ৩০ রানের লিড পেল টিম ইন্ডিয়া।
হারমার ৪, জেনসন তিনটি উইকেট নিলেন।

বিপক্ষে ফাঁদে ফেলতে মিনিং ট্র্যাক বানিয়েছিল ভারত কিন্তু ভারতীয় ব্যাটাররা সেই স্পিনের জালেই বন্দী হলেন । খুব বেশি রানের লিড নিতে পারল না ভারত। ভারতের লক্ষ্য ছিল প্রথম ইনিংসে বড় রান তুলে দক্ষিণ আফ্রিকাকে চাপিয়ে রাখা যাতে চতুর্থ ইনিংসের ব্যাট করতে না হয় কিন্তু যা পরিস্থিতি তাতে ভারতের দলকে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে নামতে হতে পারে। গিলের চোটের মধ্যেই ভারতীয় দলকে চিন্তায় রাখবে ব্যাটিংও।

_

_

_


