ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর বিকেলে প্রায় ৩৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। মাঝ আকাশেই জাম্পের দড়ি ছিঁড়ে গিয়ে একটি টিনের ছাউনিতে আছড়ে পড়েন ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে।
আহত ব্যক্তির নাম সোনু কুমার, তিনি গুরুগ্রামের বাসিন্দা। বুকে গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে দ্রুত AIIMS ঋষিকেশে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দড়ি ছিঁড়ে নিচে পড়ে রয়েছেন সোনু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে উত্তরাখণ্ড পুলিশ একটি টেকনিক্যাল টিম গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক তদন্তে গাফিলতিই এই বিপদের মূল কারণ বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার পরই তেহরি গাড়োয়ালের জেলাশাসক অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কটির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সেফটি অডিট করার কথাও জানানো হয়েছে। দেশে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলির নিরাপত্তা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর।
আরও পড়ুন – তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়
_
_
_
_
_
_
