এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান, কখনও ঠিকানার জটিলতায় ২০০২ সালের ভোটার তালিকায় (voter list) নাম থাকা ব্যক্তিরাও ফর্ম ফিলাপ (form fillup) নিয়ে একের পর এক অশান্তিতে। সেই আতঙ্কে ব্রেন স্ট্রোকে (brain stroke) আক্রান্ত হলেন উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর (Duttapukur) এলাকায়। গুরুতর অবস্থায় তিনি এনআরএস মেডিক্যাল কলেজে (NRS Medical College) ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
দত্তপুকুর থানার অন্তর্গত চাটুরিয়া এলাকার বাসিন্দা জিয়ার আলি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর ও তাঁর পরিবারের সকলের নাম রয়েছে। সেই মতো তিনি ইনিউমারেশন ফর্মও (enumeration form) পেয়েছেন। কিন্তু সেই ফর্ম পাওয়ার পর থেকেই তিনি দুশ্চিন্তায় পড়েন, দাবি পরিবারের। বয়সের কারণে এমনিতেই অসুস্থ ছিলেন তিনি। তার উপর এই ফর্ম ফিলাপ করতে গিয়ে যদি কোনও সমস্যা হয়, তা নিয়ে দুশ্চিন্তা করছিলেন।
আরও পড়ুন : পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল
পরিবারের সদস্যদের দাবি, ফর্মের (enumeration form) বেশ কিছু ফটোকপি করে তিনি ফর্মের সঠিক ফিলাপ (form fillup) করার চেষ্টা চালাচ্ছিলেন। সেই দুশ্চিন্তায় শুক্রবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকেরা তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। এরপর তাঁকে এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়।
–
–
–
–
–
–
