Sunday, November 16, 2025

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

Date:

Share post:

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের জেডিইউ-এর সামনে মহারাষ্ট্রের জলজ্যান্ত উদাহরণ। ফলে বিজেপির উপর মুখ্যমন্ত্রিত্ব (Deputy Chief Minister) নিয়ে চাপ বজায় রাখাই এখন নীতীশের (Nitish Kumar) কাছে প্রধান অস্ত্র। সেই সঙ্গে চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) এলজেপির (LJP) নির্বাচনে বিরাট প্রভাব নিয়ে নিশ্চিত সাংসদ চিরাগ পাসওয়ান। এই পরিস্থিতিতে যদি উপমুখ্যমন্ত্রিত্ব বিজেপি পায়, তবে তার দাবি জানাবে চিরাগের দল এলজেপিও। সেই পরিস্থিতিতে রবিবার নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে চিরাগ পাসওয়ান। যা নিয়ে ফের রাজনীতির জলঘোলা বিহারে।

মহারাষ্ট্রে (Maharashtra) শিবসেনা শিণ্ডে (Eknath Shinde) শিবিরের হাত ধরে বিপুল জয়ে পৌঁছেছিল বিজেপি। একাধিক রাজ্যে এখন এটাই বিজেপির স্ট্র্যাটেজি। আঞ্চলিক দলের হাত ধরে রাজ্যে ঢুকে, বিপুল টাকা ঢেলে সেখানে সেই রাজ্যেরই আঞ্চলিক দলকে পাশ কাটিয়ে রাজ্যের ক্ষমতা দখল। এবার আরও একবার সেই সম্ভাবনা বিহারে। নীতীশ কুমারকে সামনে দাঁড় করিয়ে মাত্র কয়েকটি আসনে জেডিইউ-কে (JDU) পার করে গিয়েছে বিজেপি। ফলে অবশ্যই বিহারে মন্ত্রিসভা (cabinet) গঠনের জন্য বিজেপিকেই আগে ডাকবেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

কিন্তু সেই রাস্তা যে বিজেপির সহজ হবে না, কার্যত সেই হুঁশিয়ারিই রবিবার দিয়ে রাখলেন নীতীশ কুমার (Nitish Kumar) ও চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। সংখ্যাতত্ত্বের হিসাব বলছে জেডিইউ, এলজেপি-র যে আসন রয়েছে, তার সঙ্গে আরজেডি-র আসন যুক্ত হলে মন্ত্রিসভা গঠন করা সম্ভব। নীতীশ কুমারের পক্ষে জোট বদলের ঘটনাও নতুন নয়। সেই পরিস্থিতিতে নীতীশের সঙ্গে দেখা করলেন চিরাগ। এখন কী শুধু তেজস্বী বা লালুর সঙ্গে নীতীশের সাক্ষাতের ষোলকলা পূর্ণ হওয়া বাকি? প্রশ্ন বিহারের রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করার জন্য স্পষ্ট দাবি পেশ করেই রেখেছে জেডিইউ। সেই দাবি থেকে কোনওভাবে তাঁর নড়বে না। তবে সেখানেই শেষ নয়। এবার চাপ তৈরি করছে এলজেপি। তাঁদের দল থেকে উপমুখ্যমন্ত্রিত্বের জন্য দাবি জানানো হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে বিহারের উপমুখ্যমন্ত্রিত্বের জন্যও এগিয়ে আসতে পারেন চিরাগ, এমনটাও খবর বিহারের রাজনৈতিক সূত্রে।

আরও পড়ুন : বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

যদিও রবিবার নীতীশের সঙ্গে বৈঠকের পরে চিরাগ পাসওয়ান দাবি করেন, ২২ নভেম্বরের মধ্যে গঠন হয়ে যাবে মন্ত্রিসভা। রবিবার রাতে তার খসড় তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে কেন্দ্রের একাধিক মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে লালু কন্যা রোহিনী আচার্য প্রসঙ্গেও এদিন কোনও কটূকথা বলেননি চিরাগ। তিনি দাবি করেন, পরিবারের মধ্যে যেন এভাবে দূরত্ব না তৈরি হয়। সেখানেই আরজেডি-র প্রতি চিরাগের সম্মান চোখে পড়ে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথায় তাঁর উপমুখ্যমন্ত্রিত্বের জন্য দাবিও স্পষ্ট হয়।

spot_img

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...