Tuesday, November 18, 2025

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

Date:

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগেরবাজারের আরএন গুহ রোডের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের তরফে বলা হয়েছে, ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা (Suicide) করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অনেককে জিজ্ঞাসা করছিলেন এবং বেশ উদ্বিগ্ন ছিলেন। এরপর যখন দেখেন ২০০২ সালের তালিকায় বৈদ্যনাথের বাবা-মায়েরও নাম নেই তখন তিনি রীতিমত হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

ঘটনার পর বৈদ্যনাথের স্ত্রী জানিয়েছেন, এসআইআর নিয়ে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার রাত ২টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইল ফোনও সঙ্গে নেননি তিনি। ঘর থেকে বেরনোর CCTV ফুটেজ রয়েছে। কিন্তু মোবাইল ফোন না নেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ভয়েই পুলিশের দ্বারস্থ হন বৈদ্যনাথের স্ত্রী। সোমবার ভোরে নাগেরবাজারের আরএন গুহ রোডের কাছে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানায় খবর গেলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের স্ত্রী জয়ন্তী হাজরা অভিযোগ করেন SIR নিয়ে আতঙ্ক এতটাই বেড়েছিল বৈদ্যনাথ হাজরার যে তিনি এই ধরণের সিদ্ধান্ত নিলেন। দম্পতির ২ সন্তান, বড় ছেলে কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করছেন, মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া। পরিবারের বাকিরা সান্তনা দিলেও নিশ্চিন্ত হতে পারেননি বৈদ্যনাথ।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version