বাংলায় স্বাস্থ্যসেবা আরও এক মাইলফলক ছুঁল। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Baranjee) নিজে এক্স হ্যাল্ডেলে তথ্য দিয়ে জানালেন। ‘স্বাস্থ্য-ইঙ্গিত’ (Swasthingit) পরিষেবার সুবিধা আজ ৭ কোটি পরামর্শের মাইলফলক অতিক্রম করেছে।
বতর্মানে ‘স্বাস্থ্য-ইঙ্গিত’ পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত টেলিমেডিসিন সুবিধা পেয়েছেন বাংলার ৭ কোটি মানুষ। এই বড় মাইলফলক অর্জনে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়িতে বসেই যাতে মানুষ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পান, তার জন্য ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Baranjee) সরকার চালু করে টেলিমেডিসিন (Telemedicine) পরিষেবা। ভার্চুয়ালি এই পরিষেবা পাওয়ার জন্য ‘স্বাস্থ্য-ইঙ্গিত’ (SwasthaIngit) নামে একটি পোর্টালও চালু করে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
সোমবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,”পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা আরও একটি মাইলফলক অর্জন করেছে।
টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলিতে উচ্চ স্তরের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অনন্য উদ্যোগ, স্বাস্থ্যইঙ্গিত, আজ ৭ কোটি পরামর্শের মাইলফলক অতিক্রম করেছে।
এই উদ্যোগটি ১১ হাজারের বেশি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং উচ্চতর স্বাস্থ্যসেবা প্রদানকারী ৬৩টি কেন্দ্রের মাধ্যমে দৈনিক টেলিকনসাল্টেশন প্রদান করে। এটি ৯ হাজারের বেশি ডাক্তারের সঙ্গে প্রতিদিন ৮০ হাজারের বেশি পরামর্শ প্রদান করে। যা পশ্চিমবঙ্গে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য স্বাস্থ্যসেবা।”
–
–
–
–
–
