Tuesday, November 18, 2025

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

Date:

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার মধ্যবয়স্কা মহিলার ক্ষতবিক্ষত দেহ। দেহটি প্রথম দেখতে পান সবজিমাণ্ডি এলাকার সরকারি রেল পুলিশ (GRP)-এর কর্মীরা। সূত্রের খবর, ওই মহিলার (Woman) শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং মুখ ও মাথায় গভীর ক্ষত ছিল।

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫, উচ্চতা প্রায় ৫ ফুট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। মহিলার মুখ ও মাথায় তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ক্ষত এবং মুখে রক্ত ছিল। পুলিশের (Police) মতে, ১৬ নভেম্বর সাবজি মান্ডি থানার ASI ধর্মেন্দ্র (নং ২৯/রেলওয়ে, পিআইএস নং ২৮৮৮৩৯৪৯) থেকে তথ্য পাওয়া যায় যে, রেললাইনের কাছে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া একটি মহিলাদের চপ্পল ও একটি পুরুষদের চটিও পাওয়া গিয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তাঁর পরিবার বা পরিচিতদের খোঁজ করছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন পুলিশ আধিকারিকরা। এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ওই মহিলার গতিবিধি বা সন্দেহজনক কোনও ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করার চেষ্টা চলছে। ক্ষতের ধরণ দেখে মনে করা হচ্ছে অত্যন্ত নৃশংসভাবে এই মহিলাকে খুন করা হয়েছে। কিন্তু ঠিক কেন এই মহিলার ওপর কারোর এতটা বিতৃষ্ণা থাকতে পারে সেই নিয়ে এখনও ধন্দে পুলিশ। মহেন্দ্র পার্ক থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখতে একাধিক দল গঠন করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version