Monday, November 17, 2025

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

Date:

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়কের।কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ ম্যাথাউজও।

রবিবার সকালে কলকাতায় এসেই মাঠে নেমে পড়েন। নিজে হাতে-কলমে খুদে ফুটবলারদের পাঠ দেন। এরপর টানা কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন ম্যাথাউজ (Lothar Matthaus)। রাতে হকি মাঠেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। বেটন কাপ ফাইনাল দেখতে যুবভারতীর নবনির্মিত হকি স্টেডিয়াম উপস্থিত ছিলেন ম্যাথাউজ। ফাইনাল ম্যাচের অনেকটা সময় ভিআইপি বক্সে দেখলেন। এরপর নিজের হাতে পুরস্কারও তুলে দিলেন।

মাঠ থেকে বেরোনোর সময় বিশ্ববাংলা সংবাদকে একান্তভাবে জানালেন নিজের অভিজ্ঞতার কথা।  ম্যাথাউজ বলেন, “এটা একটা দারুন খেলা হল উপভোগ্য ম্যাচ হল, আমি খুবই উপভোগ করেছি।আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। ভারত  ক্রীড়াপ্রেমী দেশ।”

রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে নৈশভোজে অংশ নেন। সেখানে ধুতি পাঞ্জাবী পড়ে পুরো বাঙালি লুকে ধরা দিলেন জার্মানির কিংবদন্তু।  বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী মাসেই শুরু এই টুর্নামেন্ট বাংলার আটটি জেলাকে নিয়ে হবে এই লিগ।

কলকাতা সফরে এসে ম্যাথাউজ জানিয়ে দিয়েছেন, এই লিগের দিকে তাঁর নজর থাকবে। আগামী কয়েক মাস পরে কলকাতা সফরে আসবেন, সেই প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছেন। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার কলকাতায় এলেন তিনি। এর আগে বিশ্বকাপের সময় একবার এসেছিলেন।

 

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version