একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়কের।কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ ম্যাথাউজও।
রবিবার সকালে কলকাতায় এসেই মাঠে নেমে পড়েন। নিজে হাতে-কলমে খুদে ফুটবলারদের পাঠ দেন। এরপর টানা কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন ম্যাথাউজ (Lothar Matthaus)। রাতে হকি মাঠেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। বেটন কাপ ফাইনাল দেখতে যুবভারতীর নবনির্মিত হকি স্টেডিয়াম উপস্থিত ছিলেন ম্যাথাউজ। ফাইনাল ম্যাচের অনেকটা সময় ভিআইপি বক্সে দেখলেন। এরপর নিজের হাতে পুরস্কারও তুলে দিলেন।
মাঠ থেকে বেরোনোর সময় বিশ্ববাংলা সংবাদকে একান্তভাবে জানালেন নিজের অভিজ্ঞতার কথা। ম্যাথাউজ বলেন, “এটা একটা দারুন খেলা হল উপভোগ্য ম্যাচ হল, আমি খুবই উপভোগ করেছি।আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। ভারত ক্রীড়াপ্রেমী দেশ।”
রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে নৈশভোজে অংশ নেন। সেখানে ধুতি পাঞ্জাবী পড়ে পুরো বাঙালি লুকে ধরা দিলেন জার্মানির কিংবদন্তু। বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী মাসেই শুরু এই টুর্নামেন্ট বাংলার আটটি জেলাকে নিয়ে হবে এই লিগ।
কলকাতা সফরে এসে ম্যাথাউজ জানিয়ে দিয়েছেন, এই লিগের দিকে তাঁর নজর থাকবে। আগামী কয়েক মাস পরে কলকাতা সফরে আসবেন, সেই প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছেন। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার কলকাতায় এলেন তিনি। এর আগে বিশ্বকাপের সময় একবার এসেছিলেন।
–
–
–
–
