Wednesday, December 10, 2025

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

Date:

Share post:

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি অনেকক্ষেত্রেই সেই কাজে পিছিয়ে পড়েছে। রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির বার্ষিক কাজের মূল্যায়নের ফল প্রকাশের পর দেখা যায় বেশ কিছু পঞ্চায়েত কোনও না কোনও বিভাগে অনুত্তীর্ণ হয়েছে। তাদের দুর্বলতা দূর করতে বিশেষ উদ্যোগ নিল পঞ্চায়েত দফতর (Panchayat and Rural Development Department)। দক্ষিণবঙ্গের ১৪টি জেলার মোট ৪১৩টি অনুত্তীর্ণ পঞ্চায়েতকে (panchayat) নিয়ে দু’দফায় বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, এই পঞ্চায়েতগুলির খামতি কোথায় এবং কেন তারা কাঙ্ক্ষিত ফলাফল করতে ব্যর্থ হচ্ছে—সেই বিষয়ে বিস্তারিত আলোচনা ও পাঠ দেওয়া হবে।

এই উদ্যোগের প্রথম বৈঠকটি হয় মঙ্গলবার হাওড়ার (Howrah) শরৎ সদনে। বৈঠকে দক্ষিণবঙ্গের আটটি জেলার অনুত্তীর্ণ পঞ্চায়েতগুলিকে পাঠ দেওয়া হয়। আটটি জেলার অনুত্তীর্ণ পঞ্চায়েতগুলির প্রধান ও আধিকারিকরা  বৈঠকে উপস্থিত ছিলেন। যে আটটি জেলার (districts) প্রতিনিধিরা ছিলেন সেগুলি হল— বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া।

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় দফার বৈঠকটি আগামী ২৫ নভেম্বর উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) অনুষ্ঠিত হবে। যেখানে দক্ষিণবঙ্গের বাকি ছ’টি জেলার অনুত্তীর্ণ পঞ্চায়েতগুলিকে ডাকা হবে।

আরও পড়ুন : সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

দফতরের এই বৈঠকের মূল লক্ষ্য হল ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করা এবং সেগুলির সমাধানে যথাযথ পরামর্শ দেওয়া। আলোচনা করা হবে কোন কোন জায়গায় সমস্যা আছে। কেন তারা বাকিদের মতো ফল করতে পারেনি। এই বৈঠকে পঞ্চায়েতের প্রধান ও অধিকারিককে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে দফতর।

দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, বেশিরভাগ পঞ্চায়েতের (panchayat) অনুত্তীর্ণ হওয়ার প্রধান কারণ হল নিজস্ব আয় বৃদ্ধি (income generation) করতে না পারা। এই বিষয়ে বৈঠকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কারণ, গত বছর থেকে প্রতিটি পঞ্চায়েতকে নিয়ে দফায় দফায় কর্মশালা এবং পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও এক শ্রেণির পঞ্চায়েত এই গুরুত্বপূর্ণ বিভাগে কার্যত মুখ থুবড়ে পড়েছে।

spot_img

Related articles

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...