শীতের আমেজে রহস্য সমাধানে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার নিখোঁজ স্বামীর সন্ধানে বিধ্বস্ত স্ত্রীকে সাহায্য করতে তদন্তে জড়িয়ে পড়েন সুচিত্রা ভট্টাচার্যের কলমে সৃষ্টি বাংলা সাহিত্যের সব থেকে জনপ্রিয় মহিলা গোয়েন্দা। ঘনীভূত হয় রহস্য, সমাধানের ইঙ্গিত অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ‘ মিতিন একটি খুনের সন্ধানে (Mitin – Ekti Khunir Sandhaney)সিনেমায়। প্রকাশ্যে মোশন পোস্টার। পরনে শাড়ি, চোখে চশমা, হাতে বন্দুক নিয়ে ধরা দিলেন কোয়েল মল্লিক (Koel Mallik)। মুখের এক্সপ্রেশনে স্পষ্ট ক্ষুরধার ব্যক্তিত্বের ঝলক। অরিন্দমের পরিচালনায় এই ক্রিসমাসেই মুক্তি পাবে সিনেমা।


বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে মিতিন ফ্র্যাঞ্চাইজির প্রথম থেকে নাম ভূমিকায় দেখা গেছে কোয়েলকে। আধুনিক, যুক্তিবাদী, স্মার্ট মহিলা গোয়েন্দা রূপে দর্শকের মন জয় করতে এবারেও তৈরি অভিনেত্রী। অরিন্দমের নতুন ছবিতে ‘মিতিন’ যে শুধুই রহস্য সমাধান করবে তাই নয়, মানুষের জটিল মনস্তত্ত্ব থেকে শুরু করে সম্পর্কের অন্তর্ঘাতের গভীরে প্রবেশ করার গল্পও ধরা দেবে পর্দায়। সুরের দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। বিপদ আর সাহসের যুক্তিতে শান দিয়ে খুনী ধরার দায়িত্বে ‘মিতিন’কে চিত্রনাট্য দিয়ে সর্বসম্মত সাহায্য করেছেন পরিচালক।



ফার্স্ট মোশন পোস্টারে বিস্তারিত কিছু ধরা না পড়লেও ব্যাকগ্রাউন্ড মিউজিকের আবহে বেশ টানটান এক গোয়েন্দা গল্পের ইঙ্গিত মিলেছে। কোয়েল ছাড়াও ছবিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, দুলাল লাহিড়ী, সঞ্জয় চৌধুরী।


–

–

–

–

–

–

–
–

