Wednesday, November 19, 2025

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

Date:

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা, অতিবৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা-সহ একাধিক ঊর্ধ্বতন আধিকারিক বৈঠকে অংশ নেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপ কৃষি অধিকর্তারা ভার্চুয়াল মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি, ক্ষতির পরিমাণ এবং দাবি নিষ্পত্তির বর্তমান অবস্থার বিস্তারিত রিপোর্ট পেশ করেন।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকার কৃষকদের সম্পূর্ণ পাশে রয়েছে এবং দ্রুততম সময়ে শস্য বিমার বকেয়া দাবি নিষ্পত্তি করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি জেলার তথ্য খতিয়ে দেখে কোথায় কতটা ক্ষতি হয়েছে এবং কোথায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন রয়েছে, তা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিমা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করে দাবি নিষ্পত্তির গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি দফতরের আধিকারিকরা জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলছে। তথ্য যাচাই শেষ হলেই শস্য বিমার টাকা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনও কৃষক বৈধ দাবি থাকা সত্ত্বেও বঞ্চিত না হন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে শস্য বিমা সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই আজকের বৈঠকের মূল লক্ষ্য ছিল।

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...

যাতায়াতের আগে জেনে নিন: ডিসেম্বর-মার্চে ২৪টি ট্রেন বাতিল! প্রকাশ রেলের পূর্ণ তালিকা

জাঁকিয়ে শীতের মরশুম এগিয়ে আসছে। আর সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপটের আশঙ্কা। কমতে থাকা দৃশ্যমানতার কারণে নিরাপদ ও...

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য...

RG Kar কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তেই আস্থা! চিকিৎসকদের রক্ষাকবচের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে কলকাতা পুলিশের উপরেই পূর্ণ আস্থা রাখল সুপ্রিম কোর্ট। বুধবার...
Exit mobile version