Wednesday, November 19, 2025

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট? হাওড়ার শিবপুরে (Shivpur Howrah) তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে (Hospital)। অভিযোগ, বুধবার, সকালে শিবপুর থানার কাছেই ওই অভিজাত আবাসন এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির কত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাইরে থেকে কেউ গিয়ে গুলি করেছে না কি মহিলার স্বামীই গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ (Police)। মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শিবপুরের (Shivpur Howrah) ওই অভিজাত আবাসনে ছটি টাওয়ার। তার ১৫/ডি ব্লকের ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকে যাদব পরিবার। স্ত্রী পুনম যাদব (Poonam Yadav) ও ছোট সন্তানকে নিয়ে বাস গোপাল যাদবের (Gopal Yadav)। সেখানেই এদিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। সাড়ে ১০টা নাগাদ পুনমকে লক্ষ্য করে গুলি (Shootout) চলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে প্রথমে হাওড়ার একটি হাসপাতালে পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলি তাঁর মাথা ছুঁয়ে চলে গিয়েছে বলে পুলিশ (Police) সূত্রে খবর।

গোপাল যাদব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদিন সকালে ফ্ল্যাটে তাঁর উপস্থিতিতেই গুলি চলে। এখন প্রশ্ন উঠছে, কী কারণে শ্যুট আউট? গুলি চালল কে? গোপালই কি স্ত্রীকে গুলি করেন? নাকি কোনও দুষ্কৃতী আবাসনে ঢুকে ফ্ল্যাটে এসে গুলি চালায়? ১৬ তলার ফ্ল্যাটে কীভাবে পৌঁছয় দুষ্কৃতী? শ্যুটআউটের পরে সে গায়েবই বা হল কীকরে? তদন্তে নেমে পুনমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কথা বলা হচ্ছে যাদব পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেও।

Related articles

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...
Exit mobile version