Friday, November 21, 2025

কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

Date:

২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের পরিকল্পনার পাশাপাশি প্রশাসনিক স্তরেও জোর দেওয়া হচ্ছে পরিকাঠামো ও প্রযুক্তিগত প্রস্তুতিতে। সেই উদ্দেশ্যেই শনিবার নবান্নে জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যসচিব। সূত্রের খবর, আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে নির্বাচনী পরিকাঠামো, ইভিএম প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা।

ইভিএম সংক্রান্ত প্রথম স্তরের পরীক্ষণ (ফার্স্ট লেভেল চেকিং) হবে আগামী বুধবার, ২১ নভেম্বর। নিউ টাউনের তালকুটিরে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত থাকবেন কেন্দ্রের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভরতি। তাঁর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে পর্যালোচনা করবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, কর্মশালায় যোগ দিতে নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ই–সি–আই–এল)-এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি. সি. মণ্ডল আজ রাতেই কলকাতায় পৌঁছচ্ছেন।

কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন। নির্বাচনের আগে ইভিএম পরীক্ষণ, প্রযুক্তিগত পরিকাঠামো, লজিস্টিক, এবং নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের নির্বাচন প্রস্তুতি কতটা গতি পায়, এখন নজর সেদিকেই।

আরও পড়ুন – নামতে নামতে ১৪২ নম্বরে! মাঠের বাইরেও শুধুই হতাশা-লজ্জাই প্রাপ্তি ভারতীয় ফুটবলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...
Exit mobile version