Thursday, November 20, 2025

ফের নতুন করে জেন জি আন্দোলন শুরু হয়েছে নেপালে(Nepal)। অগ্নিগর্ভ পরিস্থিতির ফলে সেমরা বিমানবন্দরে কার্ফু জারি করা হল। বারা জেলার সেমরা বিমানবন্দরের বাইরে রবিবার আন্দোলন শুরু করে জেন জিরা। সূত্রের খবর, আন্দোলনকারীরা ক্ষোভ উগরে দেন UML নেতা মহেশ বাসনেতের উপর কারণ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আগের জেন জি আন্দোলনের সময় সমর্থন করেছিলেন।

রবিবার একটি রাজনৈতিক সভায় যোগ দিতে ইউএমএল নেতা শঙ্কর পৌদেল ও মহেশ বাসনেতের বারা জেলায় পৌঁছনোর কথা ছিল। সেই খবর জানতে পেরেই ক্ষোভে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। দখল করে নেওয়া হয় প্রধান সড়ক। সেমরা বিমানবন্দরের বাইরে স্লোগান, প্ল্যাকার্ড হাতে জড়ো হতে থাকেন শতাধিক তরুণ-তরুণী। তাঁদের তীব্র প্রতিবাদে ফের একবার অচল হয়ে পড়ে গোটা এলাকা।

এছাড়া বিমানবন্দরের বাইরে ধর্না দেন তারা। ভিড় বাড়তে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাড়ানো হলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। অবস্থা বেগতিক দেখে বারা জেলার জেলাশাসক ধর্মেন্দ্র কুমার মিশ্র জরুরি বৈঠক করে কার্ফু ঘোষণা করেন। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেমরা বিমানবন্দর এবং আশপাশের এলাকায় চলাচল পুরোপুরি নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়। প্রশাসনের তরফে বলা হয় এই সিদ্ধান্ত ছাড়া পরিস্থিতি সামলানোর আর কোনও উপায় ছিল না।

নিরাপত্তার স্বার্থে সেমরা বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয় যার ফলে সমস্যায় পড়েছেন বহু যাত্রী। এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান পরিষেবা চালু করা সম্ভব নয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই জেন জি আন্দোলের ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে এসেছে নেপালে। দুর্নীতি, বেকারত্ব, রাষ্ট্রীয় অনিয়ম ও রাজনৈতিক জটিলতা নিয়ে উত্তাল হয়েছিল কাঠমান্ডু সহ বহু জেলা। সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী ওলি।

এই মুহূর্তে তাই আর নতুন কোন জটিলতা চাইছে না (Nepal) প্রশাসন। কার্ফু(curfew) ডেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে । আপাতত যেকোন রকম জমায়েত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি না বদলালে কার্ফু আরও বাড়ানো হতে পারে বলেই খবর।

Related articles

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...

তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

বিজেপির গুন্ডাদের হাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের দুই বিএলএ-২ পবিত্রকুমার সাউ ও দেবব্রত মাইতির আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র...
Exit mobile version