Thursday, November 20, 2025

হরমনপ্রীতকে ডি লিট দিচ্ছে যাদবপুর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন বিজ্ঞাপনের মুখ

Date:

কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জেতার পরই ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গিয়েছে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur)।এরইমধ্যে বিরাট সুখবর হরমনপ্রীতের জন্য। এবার ডি-লিট সম্নান পাচ্ছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU)পক্ষ থেকে ডি-লিট পাচ্ছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দেওয়া হবে তাঁকে। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন।

বিশেষ অতিথি হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ, শিবকুমার কল্যাণরামনের নামও প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় । তাতেও সায় দিয়েছেন রাজ্যপাল, এমনই খবর রাজভবন সূত্রে।

আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালেয় সমাবর্তন অনুষ্ঠান হয়। এবারও সেই একই দিনে সমাবর্তন হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। একইসঙ্গে হরমনপ্রীত আসতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কারণ মাঠে নয়, মাঠের বাইরে এখন হরমনপ্রীত খুবই ব্যস্ত।

বিশ্বকাপ জেতার পরই ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে হরমনপ্রীতের। বিজ্ঞাপনের প্রস্তাব আসছে একের পর এক। আগে ৮ থেকে ১০টি সংস্থার হয়ে কাজ করতেন কিন্তু বিগত কয়েক সপ্তাহে চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাঁর ম্যানেজার নূপূর কাশ্যপ জানিয়েছেন, খেলার সঙ্গে যুক্ত নয় এমন সংস্থাও হরমপ্রীতকে দিয়ে বিজ্ঞাপণ করানোর প্রস্তাব দিয়েছেন। বেশ কিছু সংস্থার আবেদন খারিজও করে দিয়েছেন হরমনপ্রীত।

Related articles

এসিএলে চিনের চ্যাম্পিয়ন ক্লাবের কাছে হার, ইস্টবেঙ্গলের নক-আউটের অঙ্ক কী?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই হার ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডে(East Bengal women)। চিনের হাঙ্কু কালচার স্পোর্টস সেন্টারে উহান জিয়াংদা...

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে: টেলি সম্মান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে। এটা একটা বড় কাজ। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে টেলি সম্মান (Tele Award) প্রদান...

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প রুট

আগামী রবিবার অর্থাৎ ২৩শে নভেম্বর বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর সকাল ৬টা থেকে ২টো পর্যন্ত প্রায়...

কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের পরিকল্পনার পাশাপাশি প্রশাসনিক...
Exit mobile version