Thursday, November 20, 2025

হরমনপ্রীতকে ডি লিট দিচ্ছে যাদবপুর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন বিজ্ঞাপনের মুখ

Date:

কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জেতার পরই ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গিয়েছে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur)।এরইমধ্যে বিরাট সুখবর হরমনপ্রীতের জন্য। এবার ডি-লিট সম্নান পাচ্ছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU)পক্ষ থেকে ডি-লিট পাচ্ছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দেওয়া হবে তাঁকে। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন।

বিশেষ অতিথি হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ, শিবকুমার কল্যাণরামনের নামও প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় । তাতেও সায় দিয়েছেন রাজ্যপাল, এমনই খবর রাজভবন সূত্রে।

আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালেয় সমাবর্তন অনুষ্ঠান হয়। এবারও সেই একই দিনে সমাবর্তন হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। একইসঙ্গে হরমনপ্রীত আসতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কারণ মাঠে নয়, মাঠের বাইরে এখন হরমনপ্রীত খুবই ব্যস্ত।

বিশ্বকাপ জেতার পরই ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে হরমনপ্রীতের। বিজ্ঞাপনের প্রস্তাব আসছে একের পর এক। আগে ৮ থেকে ১০টি সংস্থার হয়ে কাজ করতেন কিন্তু বিগত কয়েক সপ্তাহে চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাঁর ম্যানেজার নূপূর কাশ্যপ জানিয়েছেন, খেলার সঙ্গে যুক্ত নয় এমন সংস্থাও হরমপ্রীতকে দিয়ে বিজ্ঞাপণ করানোর প্রস্তাব দিয়েছেন। বেশ কিছু সংস্থার আবেদন খারিজও করে দিয়েছেন হরমনপ্রীত।

Related articles

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া...

তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

বিজেপির গুন্ডাদের হাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের দুই বিএলএ-২ পবিত্রকুমার সাউ ও দেবব্রত মাইতির আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র...
Exit mobile version