Friday, November 21, 2025

কলকাতায় ১৫ বছরের পুরোনো বাস চলাচলে নতুন গাইডলাইন, উপকৃত মালিকেরা

Date:

বাণিজ্যিক যানবাহনের বয়সসীমা নিয়ে কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক রায়ের পর পরিবহণ দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছর পূর্ণ হলেও ফিটনেস শংসাপত্র এবং দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বৈধ থাকলে বাস চলাচলে কোনও বাধা থাকবে না।

নতুন নিয়মে কলকাতা মহানগর এলাকায় নিবন্ধিত বাসের ক্ষেত্রে বছরে দু’বার ফিটনেস ও দূষণ পরীক্ষা বাধ্যতামূলক। মহানগরের বাইরে নিবন্ধিত বাসের জন্য বছরে একবার পরীক্ষাই যথেষ্ট বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বাস মালিকদের আবেদন জমা দিতে হবে কলকাতা জোনের অতিরিক্ত পরিচালক অথবা জেলা শাসক ও আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষের দফতরে। প্রতিটি আবেদন আলাদাভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

বাস মালিক সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে মালিকেরা স্বস্তি পাবেন। তাঁর বক্তব্য, রাস্তায় বাসের ঘাটতি অনেকটাই কমবে। হাই কোর্টের রায়েও বলা হয়েছিল—বয়স নয়, গাড়ির অবস্থাই নির্ধারণ করবে সেটি রাস্তায় চলবে কি না। সেই যুক্তিকেই সমর্থন করেছে রাজ্য।

ফিটনেস পরীক্ষার প্রথম ধাপের খরচ ১২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় পরীক্ষার জন্য ৫৭০ টাকা ধার্য করা হয়েছে। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র দেওয়ার পরেই অনুমোদন মিলবে। এদিকে, বয়সজনিত বিধিনিষেধের জন্য অনেক মালিক যারা বাস বদলের আবেদন করেছিলেন, তাদের কেউ কেউ আবেদন প্রত্যাহারের কথা ভাবছেন। তবে ভবিষ্যতে রাজ্য সরকার বাস সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরও কী সিদ্ধান্ত নেয়, তার দিকে নজর রাখছেন মালিকেরা।

আরও পড়ুন- স্মৃতির বিয়ে উপলক্ষ্যে একত্রিত টিম ইন্ডিয়া, শুরু প্রি-ওয়েডিং সেলিব্রেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...
Exit mobile version