Thursday, December 11, 2025

আমেরিকায় গ্রেফতার ভারতের কুখ্যাত গ্যাংস্টার ননী রানা

Date:

Share post:

আমেরিকায় গ্রেফতার করা হয়েছে ভারতের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার ননী রানাকে (Nani Rana)। পুলিশ সূত্রে খবর, নায়াগ্রা সীমান্তে বৃহস্পতিবার গ্রেফতার হন তিনি। আমেরিকা থেকে কানাডায় পালানোর চেষ্টা করছিলেন। আমেরিকান (America) পুলিশ ও সীমান্ত কর্তৃপক্ষের যৌথ অভিযানের ফলে ননী রানাকে আটক করা গিয়েছে। ননী রানার গ্রেফতারি তার কুখ্যাত ভাই কালা রানার সঙ্গে তার একাধিক অপরাধমূলক বিষয়গুলি প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, ননী রানার বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তোলাবাজি, খুন, অপহরণ এবং অন্যান্য হিংসাত্মক অপরাধে জর্জরিত তিনি। এনআইএ’র তরফে জানা গিয়েছে ননী রানার বাড়ি হরিয়ানায়। তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত এবং জাল পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতেন।

সম্প্রতি, ননি রানার (Nani Rana) নামে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এসেছে যেখানে তিনি হরিয়ানায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দ্বারা সংঘটিত অপরাধের দায় স্বীকার করেছেন। গ্রেফতারির পর হরিয়ানা পুলিশ তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সংস্থা এবং মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে। ২০২২ সাল থেকে পলাতক ছিলেন ননী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লরেন্স বিষ্ণোইয়ের আরেক সহযোগীর গ্রেফতার গ্যাংয়ের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

ননী রানার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ ও তথ্য একাধিক রাজ্য পুলিশের কাছে রয়েছে। তাঁর দীর্ঘদিনের অপরাধমূলক কার্যকলাপের কারণে তিনি পুলিশের নজরেই ছিলেন। ননী রানার অপরাধমূলক কর্মকাণ্ড শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ ছিল না, তিনি আন্তর্জাতিক স্তরেও বেশ কিছু ঘটনার সঙ্গে যুক্ত। বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা একত্রিতভাবে তাঁকে খোঁজার কাজ চালাচ্ছিল।

spot_img

Related articles

প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট

প্রেমের সম্পর্কে জড়ালেও নাবালিকার ‘সম্মতি’ আইনি স্বীকৃতি পেতে পারে না— এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট। পকসো আইনের...

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর...

সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃতি বিজেপির সাংসদের! বহিরাগতদের ধুইয়ে দিল তৃণমূল

বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না,...

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে...