Thursday, November 20, 2025

এসআইআরের কাজের অতিরিক্ত চাপ, অসুস্থ হয়ে হাসপাতালে রায়গঞ্জের BLO

Date:

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) অত্যাধিক কাজের চাপের জেরে এবার অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার (BLO Krishnapada Sarkar)।তিনি রায়গঞ্জ ব্লকের গোয়ালদহ জুগিয়ামের প্রাথমিক স্কুলের শিক্ষক। কসবা মহেশোর ২০৬ নম্বর বুথে বিএলওর (BLO) ডিউটি করছেন। গত কয়েকদিন ধরেই অতিরিক্ত চাপের কারণে তিনি অবসাদে ভুগছিলেন। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কৃষ্ণপদ।

কেন্দ্র ও নির্বাচন কমিশনের (ECI) যৌথ পরিকল্পনায় চালু হওয়া এসআইআরের (SIR) কাজের চাপ যেন দিন দিন BLO দের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কম সময়ের মধ্যে কাজ শেষের অসম্ভব টার্গেট বেঁধে দেওয়া নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বুথ লেভেল অফিসাররা। অমানুষিক পরিশ্রমের কারণে সংবাদেশের নামে বারবার BLO-দের অসুস্থতার খবর। বুধবার জলপাইগুড়ির মালবাজারের এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর পর, রাতেই মিলল আরও এক বিএল অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার খবর। কারণটা একই। অথচ মুখে কুলুপ নির্বাচন কমিশনের। জানা গেছে, কৃষ্ণপদ সরকার বুধবার দিনভর কাজ করেছেন। রাতের বেলা হেমতাবাদের দিকে যাচ্ছিলেন তিনি। সে সময় আচমকা পড়ে যেতে গেলে স্থানীয়রা ধরাধরি করে তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে অসুস্থ বিএলও তথা শিক্ষককে দেখতে যান উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন আলি। তিনি এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাসও দিয়েছেন।

 

Related articles

জয়েন্ট এন্ট্রান্স-এর সফল নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় নতুন প্রজন্মের স্বাস্থ্যসেবার যোদ্ধারা প্রস্তুত! JEE-তে সফল প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রীর চলছে কাউন্সেলিং। ANM, GNM সহ বিভিন্ন...

গিলের পরিবর্তে খেলবেন কে? গুয়াহাটিতে দুই দলের প্রতিপক্ষ ‘সময়’

কলকাতায় হারের পর এবার ভারতীয় দলের মিশন গুয়াহাটি। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।...

বনগাঁয় ৬ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ৬ তৃণমূল কংগ্রেস (TMC) কাউন্সিলরের বাড়িতে হামলা। রাতের অন্ধকারে গুলি বোমা ছোড়ার অভিযোগ। আতঙ্কিত...

আর ৬০০ কোটির ছবি নয়! নতুন প্রতিভাদের ক্ষমতায়ন চান দীপিকা

বড় বাজেটের ছবির শিরোনাম হওয়ার চেয়ে নতুন প্রতিভার ক্ষমতায়নে বেশি মনোযোগী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক...
Exit mobile version