শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং জাল নোটসহ এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি। দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ঘোষপাড়ায়।
গোপন সূত্রে তথ্য পাওয়ার পর পুলিশের একটি বিশেষ দল এলাকায় নজরদারি শুরু করে। এরপরই সন্দেহজনক অবস্থায় এই দু’জনকে আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় ৮টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ হাজার টাকার জাল নোট। এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহারের মুঙ্গেরে তৈরি। সেখান থেকে অস্ত্র এনে বহরমপুর হয়ে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক কোনও বড় যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানান, বহরমপুর থানার সঙ্গে এসওজি-র যৌথ অভিযানে এই সাফল্য। তাঁর কথায়, “গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে বাংলাদেশ যোগের ইঙ্গিত মিলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” ধৃত দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন – ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র
_
_
_
_
_
_
_
