বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে নিলেন স্মৃতি ( Smriti Mandhana)। বিশ্বকাপজয়ী প্রেমিকাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলেন বলিউডের সংগীত শিল্পী। স্মৃতি-পলাশের বিবাহকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া সরগরম।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্য এসেছে। সেখান দেখা গেল স্মৃতি-পলাশের মিষ্টি প্রেমের এক কাহিনী। স্মৃতি-পলাশ একে অপরের সঙ্গে আংটি বদল করলেন ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামের মাঠে( World Cup final venue)। এই মাঠের সবুজ গালিচায় কয়েকদিন আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল।
চমক দেওয়ার জন্য স্মৃতির চোখ বেঁধে রাখা ছিল। তাঁর পরনে ছিল লাল গাউন, অন্যদিকে পলাশ পরনে ছিল ধূসর রঙের স্যুট। পিচের ঠিক মাঝখানে এনে স্মৃতির চোখের বাঁধন খুলে দেন পলাশ। তারপর হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব। একে অপরের সঙ্গে আলিঙ্গনে বদ্ধ হলেন। ভালোবাসার পরশে আবদ্ধ হলেন স্মৃতি-পলাশ। সঙ্গে একরাশ লাল গোলাপ আসে স্মৃতির হাতে। স্মৃতি ও পলাশ একে অপরের হাতে আংটি পরিয়ে দেন। এরপরই মাঠে আসেন পলাশের বোন পলক মুচ্ছল। এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই স্মৃতি-পলাশের প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। স্মৃতির বিয়ে যেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ের সেলিব্রেশনের মঞ্চ। ইতিমধ্যেই স্মৃতির সঙ্গে মজার ভিডিও শেয়ার করেছেন তাঁর সতীর্থরা।
–
–
–
–
