Monday, December 15, 2025

বেলাশেষে কুলদীপের স্পিনে চাপমুক্তি, আটকাতে হবে প্রোটিয়াদের বড় রান

Date:

Share post:

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের(Test) বেলাশেষে খেলায় ফিরল ভারত(India)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।  প্রথম থেকেই জমাট ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে ভারতের(India) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬  উইকেটে ২৪৭।

গুয়াহাটি টেস্টে প্রথম দিনের শেষে স্টাবসের ৪৯ ও বাভুমার ৪১ রান করেন। হাতে রয়েছে চার উইকেট। ক্রিজে রয়েছেন মুত্থুস্বামী ২৫ এবং ভেরেইন্নে ১। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব (৩/৪৮)। বাকি উইকেটগুলি নিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা।

গুয়াহাটিতে দলে দুটি বদল করে ভারত। অক্ষর প্যাটেলের জায়গায় খেলানো হল নীতীশ রেড্ডিকে। গিলের পরিবর্তে দলে এলেন সাই সুদর্শন। কিন্তু ভারতের বোলিং সামলে প্রথম থেকেই বড় রানের দিকে এগোতে থাকে প্রোটিয়ারা।ওপেনিং জুটিতেই উঠল ৮১ রান।কিন্তু চা পানের বিরতির আগে প্রথম ধাক্কা দেন বুমরাহ। এরপর দ্বিতীয় সেশনেও জমাট ব্যাটিং শুরু করে প্রোটিয়ারা।

গিলের পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন পন্থ। কিন্ত তাঁর বোলিংয়ের রণকৌশল নিয়ে প্রশ্ন থাকছে। প্রথম দিনে বোলিংয়ে অনেক দেরিতে আনলেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে। জাড্ডুই স্টাবস এবং বাভুমার ৮৪ রানের জুটি ভাঙলেন। শেষ বেলায় জ্বলে উঠলেন কুলদীপ(Kuldeep Yadav)।স্টাবসকে ৪৯ রানে আউট করলেন। মুল্ডারকে আউট করলেন ১৩ রানে। টনি জর্দিকে আউট করলেন সিরাজ।

নীতীশ বোলিং করলেন মাত্র ৪ ওভার। কিন্তু কোনও উইকেট পেলেন না। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত প্রোটিয়াদের অল আউট করতে হবে ভারতীয় বোলারদের।

spot_img

Related articles

দেবতার বিশ্রাম নেই! বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা শীর্ষ আদালতের

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত (Supreme Court)! সোমবার উত্তর প্রদেশের (Utter...

পুলিশের ধাওয়া! পার্টির পর পালাতে গিয়ে ড্রেন পাইপ থেকে পড়ে আশঙ্কাজনক তরুণী

রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও পার্টি আর শেষ হচ্ছিল না। চলছিল জোরালো শব্দে গান আর হৈচৈ। একপ্রকার অতিষ্ট...

১৮ তারিখ থেকেই বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, রয়েছে বিশেষ আলোকসজ্জা

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিন থেকেই...

মন্দিরে ঢুকতে হলে বাবা-মাকে নিয়ে এসো! উত্তরপ্রদেশ পুলিশের আজব নিদান

যোগীরাজ্য উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা যে কোন তলানিতে তা কেন্দ্রের সরকারের পরিসংখ্যানেই প্রমাণিত। এবার মেয়েদের নিরপত্তার দায়িত্ব নিতে অস্বীকার...