জমজমাট স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)-পলাশ মুচ্ছলের (Palash muchhal)প্রাক বিবাহ অনুষ্ঠান। ক্রিকেটের সঙ্গে সুরের সমাহার। ভাইস ক্যাপ্টেনের বিয়ে উপলক্ষ্যে একত্রিত হয়েছেন রিচা-জেমাইমারা। যতই বিবাহ অনুষ্ঠান হোক, বিশ্বজয়ী ক্রিকেটাররা থাকবেন আর ব্যাটে-বলের খেলা হবে না তাই হয় নাকি।
মেগা বিবাহ অনুষ্ঠানের আগেই বল গড়াল ২২ গজে। মজার ম্যাচে মাঠে নামলেন পাত্র-পাত্রী। দুই দলের নাম ‘টিম গ্রুম’ এবং ‘টিম ব্রাইড’। ম্যাচকে ঘিরে রীতিমতো আনন্দের ধুম। সোশাল মিডিয়ায় এই ম্যাচের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্মৃতি(Smriti Mandhana) এবং পলাশ(Palash muchhal) দু’জনেই নিজেদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। দুই দলের অধিনায়ক পলাশ এবং স্মৃতি। শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং, রাধা যাদব, রিচা ঘোষ-সহ অন্যান্যরা রয়েছেন স্মৃতির দলে।
টস জেতে পলাশের দল। কিন্তু পেশাদার ক্রিকেটারদের সঙ্গে কি পারেন সংগীত শিল্পীর দল পলাশ। স্মৃতির বিরুদ্ধে ম্যাচ হারলেন পলাশ। ম্যাচ শেষে বিজয়ী-বিজিত দুই দলের সদস্যরাই আনন্দে মাতলেন। চোখে চোখে ভালোবাসার ইশারায় স্মৃতি-পলাশ।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্য এসেছিল। সেখান দেখা গিয়েছিল স্মৃতি-পলাশের মিষ্টি প্রেমের এক কাহিনী। স্মৃতি-পলাশ একে অপরের সঙ্গে আংটি বদল করলেন ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামের মাঠে। এই মাঠের সবুজ গালিচায় কয়েকদিন আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল।
–
–
–
–
