Wednesday, January 7, 2026

জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর দিনেই ছন্দপতন, বিবাহ স্থগিত রাখলেন স্মৃতি

Date:

Share post:

স্মৃতি মান্ধানার (Smriti mandhana)বাবা অসুস্থ, আপাতত স্থগিত হয়ে গেল পলাশ- স্মৃতির বিবাহ অনুষ্ঠান। বিগত কয়েক দিন ধরেই তারকা জুটির বিবাহকে কেন্দ্র করে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু রবিবার সকালে বিরাট দু সংবাদ।

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি (Smriti mandhana)ও পলাশের প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল জমজমাট। গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছিল ধুমধাম করে ।কিন্তু রবিবার সকালে প্রাত রাশ করার সময় অসুস্থ বোধ করেন স্মৃতির বাবা।প্রাথমিক ভাবে সামান্য অসুস্থতা মনে করা হলেও কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে চিকিৎসকদের পর্যবেক্ষনে আছেন। স্মৃতির ম্যানেজার জানিয়েছেন আপাতত বিবাহ অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে।

তুহিন মিশ্রা জানান, ব্রেকফাস্টের সময়ে শ্রীনিবাস মান্ধানার শরীর খারাপ হতে শুরু করে। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীনিবাস মান্ধানাকে এখন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্মৃতির ম্যানেজার বলেন, ‘আজ সকালে ব্রেক ফাস্ট করার সময় স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা অসুস্থবোধ করেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। ভাবলাম হয়তো স্বাভাবিক অসুস্থতা ঠিক হয়ে যাবে। কিন্তু ওঁর অবস্থার অবনতি হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।’

২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ের আচার অনুষ্ঠান ছিল। পরিবারের সদস্যদের সামনেই আয়োজিত হতো এই আচার অনুষ্ঠান। স্মৃতির সঙ্গে গত তিনদিন ধরে টিম ইন্ডিয়ার মহিলা দলের সদস্যরা রয়েছেন।

spot_img

Related articles

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা: প্রস্তুতি খতিয়ে দেখতে বুধে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...

আবার জিতবে বাংলা: বিজেপির মুখোশ খুলতে বুধে বালুরঘাটে অভিষেক

বালুরঘাট থেকে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে বাংলার মানুষের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ...

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...