রবিতেই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বি আর গভইয়ের। সোমবার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি (chief justice of supreme court) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সূর্য কান্ত (Surya Kant)। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে ৬ দেশের প্রধান বিচারপতিরা। তিনি এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হবে আগামী ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি।
২৪ নভেম্বর সোমবার সূর্য কান্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধান বিচারপতি লিওঁপো নরবু শেরিং,কেনিয়ার প্রধান বিচারপতি মার্থা কুমে, কেনিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি সুসান নজোকি,মালয়েশিয়ার ফেডারেল কোর্টের বিচারপতি দাতুক নলিনী পদ্মনাথন,মরিশাসের প্রধান বিচারপতি বিবি রেহানা মুংলি গুলবুল। নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের সঙ্গে নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা এবং নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অনিল কুমার সিনহা যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি পি. পদ্মান সুরেসেন, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের বিচারপতি এস. থুরাইরাজা পিসি এবং বিচারপতি এ.এইচ.এম.ডি. নওয়াজ।২০১৯ সালের ২৪ মে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ, রাষ্ট্রদ্রোহ আইন, নির্বাচনী বন্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বেঞ্চের সদস্যও থেকেছেন। এবার তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
–
–
–
–
–
–
–
–
