কয়েক সপ্তাহের ব্যবধানে ফের বিশ্বজয় ভারতীয় মহিলাদের। নেপালকে ৭ উইকেটে হারিয়ে দৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ ( Blind T20 women’s World Cup) চ্যাম্পিয়ন হল ভারত।টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে বিশ্বকাপ।সপ্তাহ আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য একদিনের মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করে। এবার শারীরিক প্রতিকূলতাকে হারিয়ে ইতিহাস গড়লেন ১১ ভারতীয় মহিলা।
এই সাফল্য ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। অধিনায়ক দীপিকা টি ও সহ-অধিনায়ক গঙ্গা কদম যে পারফরম্যান্স করেছে তা দৃষ্টান্ত। বেশিরভাগ ক্রিকেটারই গ্রামাঞ্চল থেকে উঠে এসেছেন। শারীরিক প্রতিবদ্ধকতার সঙ্গে ছিল আর্থিক প্রতিকূলতা। দরিদ্র পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের পক্ষে সাফল্য পাওয়া সহজ ছিল না। কিন্তু তাঁরা সাংস্কৃতিক ও পারিবারিক বাধা কাটিয়ে টিম ইন্ডিয়া হয়ে উঠে দেশকে বিশ্বকাপ এনে দিলেন।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক টিসি দীপিকা। ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানের বেশি তুলতে পারেনি নেপাল। ভারতের যমুনা রানি টুডু ও অণু কুমারীর শিকার ১ উইকেট। জবাবে মাত্র ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলের সর্বোচ্চ রান করেন ফুলা সারেন। তাঁর করা ২৭ বলে অপরাজিত ৪৪ রানই টার্নিং পময়েন্ট। কে করুণা করেন ২৭ বলে ৪২ রান।অপরাজিতভাবেইদৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ (Blind T20 women’s World Cup)চ্যাম্পিয়ন হল ভারত।
–
–
–
–
–
–
