অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

Date:

Share post:

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই ওটিটি প্লাটফর্মে চলছে তাঁর চিত্রনাট্যে অদিতি রায়ের পরিচালিত ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’। প্রোটাগনিস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguli)। তিননারীর দক্ষতায় হইচই (Hoichoi)-তে হৈ হৈ করে চলছে ‘অনুসন্ধান’ (Anusandhan)।

পুরুষের প্রবেশ যেখানে নিষিদ্ধ- সেই রূপপুর জেলে একের পর এক মহিলা কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। খবরটি করতে যান সাংবাদিক অনুমিতা সেন। যাঁর বাবাও ছিলেন বিখ্যাত জার্নালিস্ট (Journalist)। সেখানে খবরের মূল পৌঁছতে নিজেরই কারাগারে ঢুকে পড়েন ‘অনুমিতা‘ শুভশ্রী। তার তার পরেই তরতরিয়ে এগিয়ে চলে ‘অনুসন্ধান’।

পরিবারিক গল্পে কেন্দ্রে মহিলাদের লড়াই- সেই নিয়েই সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের (Samragyee Banerjee) একের পর এক চিত্রনাট্য- ‘নষ্টনীড়’, ‘উত্তরণ’, ‘লজ্জা’। সবগুলিই যথেষ্ট জনপ্রিয়। বাংলা ছবি ‘মুখার্জিদার বৌ’-এর চিত্রনাট্য হোক বা ‘ব্রহ্মা জানে’, ‘ফাটাফাটি’-র সংলাপ- সম্রাজ্ঞীর কলমে মহিলাদের জয়গাঁথা। হঠাৎ থ্রিলারের কথা কীভাবে মাথায় এলো? ‘বিশ্ববাংলা সংবাদ‘-কে লেখিকা জানালেন, আলাদা করে পারিবারিক গল্প বা থ্রিলার লেখা নয়, যখন যে গল্পটা তিনি বলতে চান- সেটাই লেখেন। সেটা পারিবারিক গল্প বা থ্রিলার যা খুশি  সংবাদপত্রের একটি প্রতিবেদন দেখে তাঁর সংশোধনাগারে মহিলাদের বন্দিদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর দেখে তিনি এই গল্পটি লিকতে চান। এর আগে একের পর এক কাজের সূত্রে ওটিটি প্লাটফর্ম ‘হইচই‘-কে তিনি বিষয়টি নিয়ে অ্যাপ্রোচ করেন। সঙ্গে পান পরিচালক অদিতি রায়কে। আর তাঁর কল্পনা-কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছেন শুভশ্রী।

৭ পর্বের টানটান সিরিজ। প্রতিটি পর্বই মেদবিহীন। সম্রাজ্ঞী বলেন,  ‘অনুসন্ধান’-এর সাফল্য তাঁর একার নয়। এর দাবিদার পুরো টিম। বিশেষ করে চিত্রনাট্যে তাঁর সহযোগী পরিচালক-লেখক অয়ন চক্রবর্তীর কৃতিত্ব উল্লেখ করেন সম্রাজ্ঞী। জানান, পরিচালক অদিতি রায়ের মুন্সিয়ানা, শুভশ্রীর অসাধারণ অভিনয়, চিত্রগ্রাহক রম্যের দক্ষতা আর দাপুটি তাবড় অভিনেতাদের অভিনয়ই এই সিরিজের সাফল্যের মূল চাবিকাঠি। সঙ্গে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়ের দাপুটে অভিনয়। সম্রাজ্ঞীর কথায়, এক সিরিজে এতজন তাবড় অনুনেতা খুব একটা পাওয়া যায় না।
আরও খবরএকাধিকবার মৃত্যুর গুজব, অবশেষে সব শেষ! চূড়ান্ত নাটকীয়তায় প্রকাশ্যে ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ 

অনুসন্ধানের পরে আরও থ্রিলার লেখার প্রস্তাব আসছে সাম্রাজ্ঞীর কাছে। ইতিমধ্যেই একটি এটিটি প্লাটফর্মের জন্য চিত্রনাট্য লিখেছেন। থ্রিলারধর্মী একটি ছবির চিত্রনাট্যর কাজও শুরু হচ্ছে। তাহলে কি সেগুলিতে প্রোটাগনিস্ট মহিলা? এর উত্তরেও রহস্য বজায় রাখলেন লেখিকা। বললেন, এটুকু আপাতত আড়ালেই থাক। তবে, মহিলাদের সামনের সারিতে দেখতে আমার ভালো লাগে।

spot_img

Related articles

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

মেডিক্যাল কলেজে কেন অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের: শিক্ষাঙ্গনে বিজেপির গেরুয়া রঙ!

বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে এমবিবিএসের ৫০টি আসনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ...

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ...

প্রধান বিচারপতি হিসাবে শপথ সূর্য কান্তর: তিন প্রত্যাশায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ভারতের প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President...