পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই ওটিটি প্লাটফর্মে চলছে তাঁর চিত্রনাট্যে অদিতি রায়ের পরিচালিত ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’। প্রোটাগনিস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguli)। তিননারীর দক্ষতায় হইচই (Hoichoi)-তে হৈ হৈ করে চলছে ‘অনুসন্ধান’ (Anusandhan)।

পুরুষের প্রবেশ যেখানে নিষিদ্ধ- সেই রূপপুর জেলে একের পর এক মহিলা কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। খবরটি করতে যান সাংবাদিক অনুমিতা সেন। যাঁর বাবাও ছিলেন বিখ্যাত জার্নালিস্ট (Journalist)। সেখানে খবরের মূল পৌঁছতে নিজেরই কারাগারে ঢুকে পড়েন ‘অনুমিতা‘ শুভশ্রী। তার তার পরেই তরতরিয়ে এগিয়ে চলে ‘অনুসন্ধান’।

পরিবারিক গল্পে কেন্দ্রে মহিলাদের লড়াই- সেই নিয়েই সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের (Samragyee Banerjee) একের পর এক চিত্রনাট্য- ‘নষ্টনীড়’, ‘উত্তরণ’, ‘লজ্জা’। সবগুলিই যথেষ্ট জনপ্রিয়। বাংলা ছবি ‘মুখার্জিদার বৌ’-এর চিত্রনাট্য হোক বা ‘ব্রহ্মা জানে’, ‘ফাটাফাটি’-র সংলাপ- সম্রাজ্ঞীর কলমে মহিলাদের জয়গাঁথা। হঠাৎ থ্রিলারের কথা কীভাবে মাথায় এলো? ‘বিশ্ববাংলা সংবাদ‘-কে লেখিকা জানালেন, আলাদা করে পারিবারিক গল্প বা থ্রিলার লেখা নয়, যখন যে গল্পটা তিনি বলতে চান- সেটাই লেখেন। সেটা পারিবারিক গল্প বা থ্রিলার যা খুশি সংবাদপত্রের একটি প্রতিবেদন দেখে তাঁর সংশোধনাগারে মহিলাদের বন্দিদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর দেখে তিনি এই গল্পটি লিকতে চান। এর আগে একের পর এক কাজের সূত্রে ওটিটি প্লাটফর্ম ‘হইচই‘-কে তিনি বিষয়টি নিয়ে অ্যাপ্রোচ করেন। সঙ্গে পান পরিচালক অদিতি রায়কে। আর তাঁর কল্পনা-কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছেন শুভশ্রী।

৭ পর্বের টানটান সিরিজ। প্রতিটি পর্বই মেদবিহীন। সম্রাজ্ঞী বলেন, ‘অনুসন্ধান’-এর সাফল্য তাঁর একার নয়। এর দাবিদার পুরো টিম। বিশেষ করে চিত্রনাট্যে তাঁর সহযোগী পরিচালক-লেখক অয়ন চক্রবর্তীর কৃতিত্ব উল্লেখ করেন সম্রাজ্ঞী। জানান, পরিচালক অদিতি রায়ের মুন্সিয়ানা, শুভশ্রীর অসাধারণ অভিনয়, চিত্রগ্রাহক রম্যের দক্ষতা আর দাপুটি তাবড় অভিনেতাদের অভিনয়ই এই সিরিজের সাফল্যের মূল চাবিকাঠি। সঙ্গে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়ের দাপুটে অভিনয়। সম্রাজ্ঞীর কথায়, এক সিরিজে এতজন তাবড় অনুনেতা খুব একটা পাওয়া যায় না।
আরও খবর: একাধিকবার মৃত্যুর গুজব, অবশেষে সব শেষ! চূড়ান্ত নাটকীয়তায় প্রকাশ্যে ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ

অনুসন্ধানের পরে আরও থ্রিলার লেখার প্রস্তাব আসছে সাম্রাজ্ঞীর কাছে। ইতিমধ্যেই একটি এটিটি প্লাটফর্মের জন্য চিত্রনাট্য লিখেছেন। থ্রিলারধর্মী একটি ছবির চিত্রনাট্যর কাজও শুরু হচ্ছে। তাহলে কি সেগুলিতে প্রোটাগনিস্ট মহিলা? এর উত্তরেও রহস্য বজায় রাখলেন লেখিকা। বললেন, এটুকু আপাতত আড়ালেই থাক। তবে, মহিলাদের সামনের সারিতে দেখতে আমার ভালো লাগে।

–

–

–

–

–
