ভারতের প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। দেশের ৫৩তম প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর তিন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণে বিচারপতি সূর্য কান্তকে আমার আন্তরিক শুভেচ্ছা।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ বিচারপতি সূর্য কান্তর

শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের প্রত্যাশার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর নেতৃত্বে ভারতের বিচারবিভাগ (judiciary) এমনভাবে এগিয়ে চলবে যাতে বিচার ব্যবস্থা, গণতন্ত্র ও ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্তম্ভগুলি গুরুত্ব পাবে, এমনটাই প্রত্যাশা করি।

Heartiest congratulations to Justice Surya Kant on taking the oath as the 53rd Chief Justice of India!
We look forward to his leadership guiding the Indian Judiciary and upholding the pillars of justice, democracy and federalism in India.
Jai Hind!
— Mamata Banerjee (@MamataOfficial) November 24, 2025
–

–

–

–

–


