Monday, November 24, 2025

প্রধান বিচারপতি পদে শপথ সূর্য কান্তর: তিন প্রত্যাশায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, অভিনন্দন অভিষেকের

Date:

ভারতের প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। দেশের ৫৩তম প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর তিন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন। একটা দীর্ঘ সময় তিনি দেশের প্রধান বিচারপতির পদে থাকবেন। সেই সময়ে বিচার বিভাগে তাঁর নেতৃত্ব গ্রহণকে অভিনন্দন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণে বিচারপতি সূর্য কান্তকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের প্রত্যাশার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর নেতৃত্বে ভারতের বিচারবিভাগ (judiciary) এমনভাবে এগিয়ে চলবে যাতে বিচার ব্যবস্থা, গণতন্ত্র ও ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্তম্ভগুলি গুরুত্ব পাবে, এমনটাই প্রত্যাশা করি।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ বিচারপতি সূর্য কান্তর 

প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের কাছে প্রত্যাশা জানিয়ে অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণের জন্য বিচারপতি সূর্য কান্তকে আমার আন্তরিক অভিনন্দন। তাঁর এই পদে উন্নিত হওয়া আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমরা তাঁর নেতৃত্বে ভারতের বিচার বিভাগের স্বাধীনতা, অখণ্ডতা এবং প্রবেশ-যোগ্যতাকে শক্তিশালী করার প্রত্যাশা করছি।

সেই সঙ্গে প্রধান বিচারপতির কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, এমন একটি সময়ে তাঁর পদে আরোহন যখন সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং নাগরিকদের স্বাধিকারের স্বার্থে সতর্ক নজরদারি প্রয়োজন। আমরা প্রত্যাশা করি তার মেয়াদের সময়ে আমাদের জাতির হৃদয়ে নিহিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের নীতিগুলিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে। মাননীয় প্রধান বিচারপতির এই মেয়াদ যেন প্রজ্ঞা, সুবিচার এবং ভারতের সংবিধানের প্রতি অঙ্গীকারপূর্ণ একটি সময় হয়।

Related articles

কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিজের অভিনীত শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চিরবিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র...

‘ভুল’ পথে মিছিল: সপ্তাহের প্রথমদিনে শহরের বুকে অশান্তি তৈরির চেষ্টা চাকরিপ্রার্থীদের

সপ্তাহের প্রথম দিন শহরে অরাজকতা তৈরির চেষ্টা শিক্ষক চাকরিপ্রার্থীদের। যে সময়ে রাজ্যের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত মন্ত্রিসভার, গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে (North Bengal) মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা...

কসবার হোটেলে রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, মৃতের পাকস্থলীতে কী? জানাল লালবাজার

কসবার হোটেলে (Kasba Hotel) খুনের (Murder) ঘটনায় তদন্তে নয়া মোড়। মৃত আদর্শ লোসাল্কার পাকস্থলীতে মিলেছে অ্যালকোহল (Alcohol)। সোমবাপ...
Exit mobile version