Monday, November 24, 2025

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

Date:

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA Test Series)প্রথম টেস্টে জঘন্য হার, দ্বিতীয় টেস্টে মান সম্মান বাঁচানোর লড়াই করতে নেমেছিল গম্ভীরের টিম ইন্ডিয়া। কিন্তু প্রোটিয়াদের সামনে মুখ থুবড়ে পড়া ভারতীয় ব্যাটিং ইনিংস আবার বুঝিয়ে দিল এই দল টেস্ট খেলার যোগ্য কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করুক নির্বাচকরা। টেস্ট ব্যাটিংয়ের মূল স্তম্ভ তার মিডল অর্ডার। তিন নম্বরে ভারতের প্রবাদপ্রতিম স্তম্ভরা ব্যাট করে গেছেন একসময়, আর আজ সেই স্থান শুধু নড়বড়ে নয়, কাকে যে সেখানে ব্যাট করানো যাবে তা ঠিক করতেই পারলেন না গৌতম গম্ভীররা। পছন্দমত পিচ কিংবা প্রথম একাদশ নির্বাচন সবেতেই নিজের ঔদ্ধত্য আর জেদ দেখানো ভারতীয় কোচ এবার ঠিক কোন অজুহাত দেবেন? ৪৯০ রান তাড়া করতে নেমে ভারত অলআউট হল ২০১ রানে। ফলোঅন বাঁচাতে রেকর্ড সময় ধরে ফ্রিজে রইলেন কুলদীপ। কিন্তু তাতে তো কাজ হাসিল হওয়ার নয়। তাই হলও না। যস্বশী জয়শওয়াল বা ওয়াশিংটন সুন্দরের লড়াইটাও কাজে এলো না। জানসেনের বল বুঝতে রীতিমতো নাকানিচোবানি খেলেন ঋষভ, জুড়েল, সুদর্শনরা। দ্বিতীয় দিনের শেষ লগ্নে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। সোমবার সকাল থেকে যতটা নড়বড়ে ছিল ভারতীয় ব্যাটিং ততটাই ধাতস্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। আবার প্রশ্ন, গৌতম গম্ভীরবাবু আপনি কি ব্যর্থতার সাফাই দিতে নতুন কোনও অজুহাত খুঁজছেন?

ওপেনিং জুটি থেকে তিন নম্বরে ব্যাটিং, চতুর্থ ব্যাটার থেকে সাত নম্বরে যিনি খেলতে যাচ্ছেন তাঁদের প্রত্যেককে যদি প্রতি ম্যাচে মিউজিক্যাল চেয়ারের মতো নিজেদের স্থান বদল করে পরীক্ষা দিতে হয় তাহলে কি আদৌ কোন সেট ব্যাটিং অর্ডার তৈরি হওয়া সম্ভব? আইপিএলে কোন একটা দলকে কোচিং করে জেতানো আর ভারতীয় টেস্ট দল যে এক নয় সেটা কি এখনও বুঝতে পারছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)? সাদা বলের ম্যাচে অলরাউন্ডার প্রাধান্য পেতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেটের গভীরতা যেখানে ব্যাটিং দক্ষতার উপর নির্ভর করছে, সেখানে দিনের পর দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্তরে ভারতীয় দলকে (Team India) নিয়ে কেন ছেলেখেলা চলছে?

পরিসংখ্যান বলছে, গত ১৮ টা টেস্টে তিন নম্বর পজিশনের জন্য ৭ জন ব্যাটারকে নিয়ে ‘এক্সপেরিমেন্ট’ করেছেন গম্ভীর। ক্রীড়া অনুরাগীরা বলছেন দলটাকে কি পৈতৃক সম্পত্তি মনে করছেন টিম ইন্ডিয়ার কোচ? পিচ নিয়ে অযথা তর্ক জুড়ছেন, আবার নিজেদের মনের মতো পিচেও তাসের ঘরের মতো ধসে পড়ছে বিশ্ব বিখ্যাত ব্যাটিং লাইন আপ। রাহুল দ্রাবিড়ের পর গম্ভীর যখন দায়িত্ব নেন তখন টেস্টে তিন নম্বরে খেলতেন শুভমন গিল। এরপর থেকে ভারতের টেস্ট দলে তিন নম্বরে খেলেছেন সাই সুদর্শন, করুণ নায়ার, বিরাট কোহলি (VK), দেবদত্ত পাড়িক্কল, লোকেশ রাহুল (KL Rahul) ও ওয়াশিংটন সুন্দর। থিতু হওয়ার সুযোগ কাউকেই দেওয়া হয়নি। এক টেস্ট খেলিয়ে গুয়াহাটিতে আবার তিন নম্বরে খেলানো হয়েছে সুদর্শনকে (Sai Sudarshan)। ওয়াশিংটনকে তিন থেকে নামিয়ে আনা হলো আট নম্বর পজিশনে। শুধুমাত্র কোচের দায়িত্বজ্ঞানহীনতার খামখেয়ালি পোনার ফল ভুগছে, পুরো ভারতীয় দল। বিরক্ত প্রাক্তন কোচ ও ক্রিকেটাররাও। খেলার মাঝে কমেন্টেটরটা বারবার ভারতীয় ব্যাটিং অর্ডারের কথাই আলোচনা করে গেলেন। এসব কি শুনতে পাচ্ছেন গম্ভীরবাবু (Gautam Gambhir), নাকি চোখে সানগ্লাস আর কানে ফোন গুঁজে ফের এক্সপেরিমেন্টের নামে মিউজিকাল চেয়ার খেলার প্ল্যানিং করছেন সেটা জানতে চাইছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানে এগিয়ে। হাতে রয়েছে দুটো দিন। গত ২৫ বছরে যা হয়নি এবারে সেই ইতিহাস তৈরি হওয়া হয়তো আর সময়ের অপেক্ষা। ক্রিকেট অনিশ্চয়তার খেলা তবু বলতে হয় ১-১ তো দূরের কথা, ২-০ তে সাউথ আফ্রিকার কাছে সিরিজ হারতে টিম ইন্ডিয়ার আরও কত ফাটল যে নজরে আসবে এখন সেটাই দেখার।

 

Related articles

চুক্তিভিত্তিক কর্মীতে আপত্তি কীসের, কেন বেসরকারি আবাসনে ভোট গ্রহণ? প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) কাজে অসন্তোষ প্রকাশ করে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কড়া...

প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব স্নুকারের খেতাব জয় তেইশ বছরের অনুপমার

ভারতীয় ক্রীড়া ইতিহাসে সোনালী অধ্যায় জুড়ে দিলেন তামিলনাড়ুর ২৩ বছর বয়সী মহিলা খেলোয়াড়। বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন অনুপমা...

চলচ্চিত্র জগতে বিরাট ক্ষতি: ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

দীর্ঘ অসুস্থতা, ভুয়ো খবরের পরে হঠাৎই সোমবার সকালে প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dramendra)। খবরের সত্যতা যাচাইয়ের পরেই...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...
Exit mobile version