পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom) পড়ে গিয়ে গুরুতর আহত হন কুণাল। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই জানা গিয়েছে তাঁর পায়ের হাড় ভেঙেছে। সব ঠিক থাকলে মঙ্গলবার অস্ত্রোপচার হবে।
এর আগে ২০২৩-এ রেফারি ক্লাবের মাঠে সাংবাদিকদের ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে বাঁ পা ভাঙে কুণাল ঘোষের (Kunal Ghosh)। সেবারও অস্ত্রোপচার করে পায়ে প্লেট বসাতে হয়েছিল। এদিন, পড়ে গিয়ে ডান পায়ে আঘাত পেয়েছেন তিনি। মাথাতেও চোট পেয়েছেন কুণাল। তাঁর এক্স-রে (X-Ray), সিটি স্ক্যান (CT Scan), এমআরআই (MRI)-সহ প্রয়োজনীয় সব পরীক্ষা হয়েছে। হাসপাতাল (Hospital) সূত্রে খবর, তাঁর ডান পায়ের একাধিক জায়গা ভেঙেছে (Fracture)।
মঙ্গলবার সকালেই জরুরি অস্ত্রোপচারের (Operation) সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনে প্লেট বসানো হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, কুণাল ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল।
–
–
–
–
–
–
–
–